Home » Others » অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (কমন উপযোগী)

অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (কমন উপযোগী)

অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

উচ্চ মাধ্যমিক পড়াশোনা অংশে আমরা এই আর্টিকেলে সংগ্রহ করেছি কমন উপযোগী নতুন পাঠ্য। আজকের আর্টিকেলে আমরা আপনাদেরকে আমরা আপনাদের কাছে পেশ করতে চলেছি অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর ২০২২ সম্পর্কে। যারা এখনো পর্যন্ত নোটবুক কিংবা বই ও কিনেন নি তাদের জন্য এই আর্টিকেল একধাপ উপকার বয়ে আনবে বলে মনে করছি। এই প্রশ্নোত্তর গুলো অনেকটাই কমন উপযোগী। প্রশ্নের উত্তর গুলো পাশাপাশি দেওয়া হয়েছে আপনার পড়ার সুবিধার্থে।

অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১। অপরিচিতা’ গল্পের মামা অনুপমের চেয়ে কত বছরের
উত্তর : ‘অপরিচিতা’ গল্পের মামা অনুপমের চেয়ে ছয় বছরের বড়।
প্রশ্ন ২। কোন কথা স্মরণ করে অনুপমের মামা ও মা ‘একযােগে | বিস্তর হাসিলেন?
উত্তর : গায়ে হলুদের অনুষ্ঠানে বিস্তর লােকের আদর-আপ্যায়ন করে তাদের বিদায় দিতে কনেপক্ষকে যে নাকাল হতে হবে সে কথা স্মরণ করে অনুপমের মামা ও মা ‘একযােগে বিস্তর হাসিলেন।
প্রশ্ন ৪। অনুপমের বাবার পেশা কী ছিল? (চ. বাে, ‘১৯; সি. বাে. ‘১৬]
উত্তর : অনুপমের বাবার পেশা ছিল ওকলাতি বা আইন ব্যবসায়।
প্রশ্ন ৫। অপরিচিতা’ গল্পটি প্রথম কোথায় প্রকাশিত হয়?(সি. বাে, ‘১৯]
উত্তর : ‘অপরিচিতা’ গল্পটি প্রথম প্রকাশিত হয় ১৩২১ বঙ্গাব্দে (১৯১৪) প্রমথ চৌধুরী সম্পাদিত ‘সবুজপত্র পত্রিকার কার্তিক সংখ্যায়। |

প্রশ্ন ৬। অনুপমের পিসতুতাে ভাইয়ের নাম কী? ১ (রা. বাে, ‘১৮; কু. বাে, ‘১৮; চ. বাে. ‘১৮; ব. বাে, ‘১৮]
উত্তর : অনুপমের পিসতুতাে ভাইয়ের নাম বিনু।
প্রশ্ন ৭। কাকে মাকাল ফল’ বলে বিদ্রুপ করা হয়েছে? (রা. বাে. ‘১৭] |
উত্তর : অনুপমকে ‘মাকাল ফল’ বলে বিদ্রুপ করা হয়েছে।
প্রশ্ন ৮। অপরিচিতা’ গল্পে কন্যাকে কী দিয়ে আশীর্বাদ করা হয়েছিল? | যে, বাে, ‘১৭]
উত্তর : ‘অপরিচিতা’ গল্পে কন্যাকে এয়ারিং দিয়ে আশীর্বাদ করা হয়েছিল।
প্রশ্ন ৯। কন্সৰ্ট’ শব্দের অর্থ কী? | কু, বাে, ‘১৭]
উত্তর : কন্সর্ট’ শব্দের অর্থ হলাে- নানা রকম বাদ্যযন্ত্রের ঐকতান।
প্রশ্ন ১০। কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানাে হলাে? | চি. বাে. ‘১৭]
উত্তর : কন্যাকে আশীর্বাদ করার জন্য বিনুদাদাকে পাঠানাে হলাে।

প্রিয় পাঠক আপনি এই আর্টিকেলে পড়ে চলেছেন অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর ২০২২ নিয়ে। পুরোপুরি পড়া শেষে এই আর্টিকেলটি আপনার পরীক্ষা প্রস্তুতির জন্য কতটুকু উপযোগী হবে বলে আপনি মনে করেন তা কমেন্ট বক্সে জানিয়ে যাওয়ার জন্য অনুরোধ রইলো।

প্রশ্ন ১১। বিবাহ ভাঙার পর হতে কল্যাণী কোন ব্রত গ্রহণ করেছে? সি. বাে. ‘১৭]
উত্তর : বিবাহ ভাঙার পর থেকে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করেছে।
প্রশ্ন ১২। অপরিচিতা’ গল্পে কাকে গজাননের ছােট ভাই বলা হয়েছে? | বি. বাে, ‘১৭]
উত্তর : ‘অপরিচিতা’ গল্পে অনুপমকে গজাননের ছােট ভাই বলা হয়েছে।
প্রশ্ন ১৩। বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল? [ঢা, বাে, ‘১৬]
উত্তর : বিয়ের সময় অনুপমের বয়স ছিল তেইশ বছর।
প্রশ্ন ১৪। অপরিচিতা’ গল্পে শম্ভুনাথ সেনের পেশা কী ছিল? | কু, বাে, ‘১৬]
উত্তর : অপরিচিতা’ গল্পে শম্ভুনাথ সেনের পেশা ছিল ডাক্তারি ।
প্রশ্ন ১৫। কল্যাণী কোন স্টেশনে নেমেছিল? [রা. বাে, ‘১৬]
উত্তর : কল্যাণী কানপুর স্টেশনে নেমেছিল।

See also  বিলাসী গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর (কমন উপযোগী)

প্রশ্ন ১৬। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন স্থানে বসবাসের সময়টিকে ‘ছােটগল্প রচনার স্বর্ণযুগ হিসেবে বিবেচিত হয়? (চ. বাে, ‘১৬] উত্তর : কুষ্টিয়ার শিলাইদহে বসবাসের সময়টিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ছােটগল্প রচনার স্বর্ণযুগ হিসেবে বিবেচিত হয়।
প্রশ্ন ১৭। মেয়েটি হিন্দিতে কী বলিল? নিটর ডেম কলেজ, ঢাকা
উত্তর : মেয়েটি হিন্দিতে বলিল- না, আমরা গাড়ি ছাড়িব না।
প্রশ্ন ১৮। অপরিচিতা’ গল্পটি প্রকাশিত হয় কত সালে? | ন্যাশনাল আইডিয়াল কলেজ, ঢাকা]
উত্তর : ‘অপরিচিতা’ গল্পটি প্রকাশিত হয় ১৯১৪ সালে ।
প্রশ্ন ১৯। মকরমুখাে কোন ধরনের গয়নার নকশা?
উত্তর : মকরমুখাে গয়না মােটা একখানা বালার নকশা।
প্রশ্ন ২০। বিয়ে উপলক্ষে কনেপক্ষকে কোথায় আসতে হয়েছিল? | [ঢাকা কলেজ]
উত্তর : বিয়ে উপলক্ষে কনেপক্ষকে কলকাতায় আসতে হয়েছিল। |

এই অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্নের উত্তর গুলোর পাশাপাশি অবশ্যই মূল বই থেকে এই পাঠ্য সম্পর্কিত ধারণা নেওয়ার শ্রেষ্ঠা করবেন। এতে করে প্রশ্ন যেভাবেই আসুক আপনার কমন পাওয়ার নিশ্চয়তা বাড়বে বলে আসা করা যায়।

অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্নের উত্তর

প্রশ্ন ২১। পুরাণের প্রজাপতি দেবতা কে? পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর।
উত্তর : পুরাণের প্রজাপতি দেবতা হলেন জীবের স্রষ্টা। ব্রহ্মা। ইনি বিয়ের দেবতা।।
প্রশ্ন ২২। কল্যাণীর সাথে কয়টি মেয়ে ছিল? | [পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ, রংপুর
উত্তর : কল্যাণীর সাথে দু-তিনটি ছােট ছােট মেয়ে ছিল।
প্রশ্ন ২৩। কোন বাতাসে অনুপমের শরীর মন কাঁপতে লাগল? | হাজী লালমিয়া সিটি কলেজ, গােপালগঞ্জ
উত্তর : বসন্তের বাতাসে অনুপমের শরীর মন কাপতে লাগল। |
প্রশ্ন ২৪। এয়ারিং কী? | ঝালকাঠি সরকারি কলেজ) উত্তর : এয়ারিং হচ্ছে কানের দুল।
প্রশ্ন ২৫। অপরিচিতা গল্পের লেখকের নাম কী? | সিরকারি নুরননাহার মহিলা কলেজ, ঝিনাইদহ
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর। |

প্রশ্ন ২৬। অনুপমের পিতা প্রথম অবকাশ পান কবে? | সরকারি মহিলা কলেজ, পাবনা] উত্তর : অনুপমের পিতা প্রথম অবকাশ পান মৃত্যুর পরে। |
প্রশ্ন ২৭। অনুপমকে কে আশীর্বাদ করেন? (ফুলতলা মহিলা কলেজ, খুলনা]
উত্তর : শম্ভুনাথ সেন। |
প্রশ্ন ২৮। “মন্দ নয় হে! খাঁটি সােনা বটে!” কার উক্তি? | [পটিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম]
উত্তর : বিনুদাদার ।
প্রশ্ন ২৯। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর : ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ)। |
প্রশ্ন ৩০। রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে।

See also  Trainee assistant officer এর কাজ কি

প্রশ্ন ৩১। কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ বনফুল’ প্রকাশিত হয়?
উত্তর : মাত্র পনেরাে বছর বয়সে।
প্রশ্ন ৩২। বাংলা ছােটগল্পের জনক বলা হয় কাকে?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুরকে।
প্রশ্ন ৩৩। এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নােবেল পুরস্কার লাভ করেন কে?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর (১৯১৩ সালে)।
প্রশ্ন ৩৪। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নােবেল পুরস্কার লাভ করেন?
উত্তর : গীতাঞ্জলি।
প্রশ্ন ৩৫। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কত সালে ডি-লিট উপাধি দেওয়া হয়?
উত্তর : ১৯৩৬ সালে।

আমরা এই আর্টিকেলের মাধ্যমে শ্রেষ্ঠা করেছি বেশ কিছু কমন উপযোগী অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্নোত্তর গুলো তুলে ধরার। যেহেতু আপনি এতটুকু পর্যন্ত পড়ে এসেছেন তবে ধরেই নিচ্ছি আপনার ভালো লাগছে। চলুন তবে বাকী কয়েকটি পড়ে শেষ করা যাক।

অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্নোত্তর

প্রশ্ন ৩৬। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সর্বশেষ কাব্যগ্রন্থের নাম কী?
উত্তর : শেষ লেখা (১৯৪১)।
প্রশ্ন ৩৭। রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কাব্য সংকলনের নাম কী?
উত্তর : সঞয়িতা।
প্রশ্ন ৩৮! রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর : ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ, ১৩৪৮)।
প্রশ্ন ৩৯। অপরিচিতা গল্পের নায়ক কে?
উত্তর : ‘অপরিচিতা গল্পের নায়ক অনুপম।
প্রশ্ন ৪০। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম কী?
উত্তর : মুসলমানীর গল্প।

প্রশ্ন ৪১। পণ্ডিতমশায় অনুপমকে কোন ফুলের সঙ্গে তুলনা করতেন?
উত্তর : শিমল ফুল।
প্রশ্ন ৪২। পণ্ডিতমশায় অনুপমকে শিমুল ফুল ও মাকাল ফলের সঙ্গে তুলনা করতেন কেন?
উত্তর : গুণহীনতার কারণে।
প্রশ্ন ৪৩। অনুপমের মা কেমন ঘরের মেয়ে ছিলেন?
উত্তর : অনুপমের মা গরিব ঘরের মেয়ে ছিলেন।
প্রশ্ন ৪৪। স্বয়ংবরা’ শব্দের অর্থ কী?
উত্তর : যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে ।
প্রশ্ন ৪৫। পৃথিবীতে অনুপমের ভাগ্যদেবতার প্রধান এজেন্ট কে?
উত্তর : অনুপমের মামা।।

প্রশ্ন ৪৬। টাকার প্রতি অনুপমের মামার আসক্তি কেমন?
উত্তর : তার অস্থিমজ্জায় জড়িত।
প্রশ্ন ৪৭। অনুপমের বন্ধুর নাম কী?
উত্তর : অনুপমের বন্ধুর নাম হরিশ।
প্রশ্ন ৪৮। উমেদারি’ শব্দের অর্থ কী?
উত্তর : চাকরির আশায় অন্যের কাছে ধরনা দেওয়া।
প্রশ্ন ৪৯। হরিশ মানুষটা কেমন প্রকৃতির ছিল?
উত্তর : হরিশ মানুষটা ছিল রসিক প্রকৃতির।
প্রশ্ন ৫০। মেয়ের চেয়ে মেয়ের বাবার খবর কার কাছে বেশি | গুরুতর ছিল?
উত্তর : অনুপমের মামার কাছে।

See also  একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং (ব্যাখা)

প্রশ্ন ৫১। কল্যাণীর পিতা বর্তমানে কোথায় বাস করছেন?
উত্তর : পশ্চিমে।
প্রশ্ন ৫২। বিয়ের সময় কল্যাণীর বয়স কত ছিল?
উত্তর : পনেরাে বছর।
প্রশ্ন ৫৩। বরের হাট কেমন?
উত্তর : মহার্ঘ।
প্রশ্ন ৫৪। বিয়ের সময় অনুপম ও কল্যাণীর বয়সের ব্যবধান কত ছিল?
উত্তর : আট বছর।
প্রশ্ন ৫৫। ধনুকভাঙা পণ’ বলতে কী বােঝায়?
উত্তর : অতি কঠোর পণ বা প্রতিজ্ঞা।

অপরিচিতা জ্ঞানমূলক প্রশ্ন

প্রশ্ন ৫৬। কলকাতার বাইরের পৃথিবীটাকে আন্দামান দ্বীপের | অন্তর্গত বলে জানেন কে?
উত্তর : অনুপমের মামা।
প্রশ্ন ৫৭। সম্পর্কের দিক থেকে বিনু অনুপমের কেমন আত্মীয় ছিলেন?
উত্তর : পিসতুতাে ভাই।
প্রশ্ন ৫৮। কার রুচি ও দক্ষতার ওপর অনুপমের ষােলাে-আনা নির্ভর ছিল?
উত্তর : বিনুদাদার। |
প্রশ্ন ৫৯। অপরিচিতা গল্পের কন্যার/কল্যাণীর পিতার নাম কী?
উত্তর : শম্ভুনাথ সেন।
প্রশ্ন ৬০। শম্ভুনাথ বাবু কখন অনুপমকে প্রথম দেখেন?
উত্তর : বিবাহের তিন দিন পূর্বে।

প্রশ্ন ৬১। অনুপমকে আশীর্বাদ করা হয় কখন?
উত্তর : বিবাহের তিন দিন পূর্বে।
প্রশ্ন ৬২। বিয়েবাড়িতে মামা সেকরাকে কেন নিয়ে গিয়েছিলেন?
উত্তর : সােনার গহনা পরীক্ষা করে দেখার জন্য।
প্রশ্ন ৬৩। বরপক্ষের কোনটি অতি মাত্রায় গুরুত্বের দাবি রাখে?
উত্তর : পণের ব্যাপারটি )।
প্রশ্ন ৬৪। হাল’ শব্দের বিপরীত শব্দ কী?
উত্তর : সাবেক ।।
প্রশ্ন ৬৫। শম্ভুনাথ সেন কেমন স্বভাবের?
উত্তর : চুপচাপ স্বভাবের । |

প্রশ্ন ৬৬। বিবাহের দিন কল্যাণী কোন রঙের শাড়ি পরেছিল?
উত্তর : লাল রঙের শাড়ি।
প্রশ্ন ৬৭। মাতুল’ শব্দের অর্থ কী?
উত্তর : মামা।
প্রশ্ন ৬৮। অনুপমের অন্তরে কী চিরজীবনের গানের ধুয়া হয়ে রইল?
উত্তর : জায়গা আছে’ কথাটি।
প্রশ্ন ৬৯। শম্ভুনাথ সেন কোথাকার ডাক্তার?
উত্তর : কানপুরের।
প্রশ্ন ৭০। কার সরস রসনার গুণ আছে?
উত্তর : হরিশের।
প্রশ্ন ৭১। “মন্দ নয় হে! খাঁটি সােনা বটে!”- কে?
উত্তর : কল্যাণী।
প্রশ্ন ৭২। “অনুপম এখানে কী করিবে ? ও সভায় গিয়া বসুক।” | উক্তিটি কার?
উত্তর : মামার।

ধন্যবাদ আপনার অনুসন্ধানের জন্য এবং আমাদের সাইটে ভিজিট করার জন্য। আশাকরি আপনার কাঙ্খিত অনুসন্ধান অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর ২০২২ আমাদের সাইটের মাধ্যমে পেতে সক্ষম হয়েছেন। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top