যার কর্ম তারে সাজে অন্য লোকে লাঠি বাজে বাক্য রচনা

যার কর্ম তারে সাজে অন্য লোকে লাঠি বাজে বাক্য রচনা – যে-কাজ সে কাজ তাকেই মানায়, অন্যে করতে গেলে নানা বিড়ম্বনা সৃষ্টি হয়।

সবার নিজ নিজ কাজ করা উচিত, অনভিজ্ঞ ব্যাক্তির দ্বারা কাজটি পন্ড হতে পারে অর্থাৎ যার কর্ম তারে সাজে। আমার বড়ত্ব দেখানোর জন্য রান্না করতে গিয়ে বোঝলাম যার কর্ম তারে সাজে।

See also  তুরস্ক কিসের জন্য বিখ্যাত?
Scroll to Top