ছেলের জন্মদিনে বাবার শুভেচ্ছা বার্তা স্ট্যাটাস সহ ইসলামিক দোয়া ও অনুভূতি

আপনি যদি বাবা হয়ে অনুসন্ধান করে থাকেন আপনার ছেলের জন্মদিনে বাবার শুভেচ্ছা বার্তা স্ট্যাটাস অনুভূতি উক্তি উইশ ইসলামিক ও দোয়া তবে সঠিক জায়গায় এসেছেন। জন্মদিন ছোট বড় বৃদ্ধ তরুণ শিশু সবার জন্যই এক বিশেষ দিন। এই দিনে আমরা শুভেচ্ছা জানাতে আকুল থাকি প্রিয়জনদের। জীবনের যত আশা প্রত্যাশা ব্যাক্ত করি শুভকামনায়। এমনই কিছু মনোঃকামনা প্রকাশে শুভেচ্ছা জানানোর স্ট্যাটাস বাবা হয়ে কিভাবে ছেলেকে জানাবেন তা দেখুন –

আজকের মতো এক ফুটফুটে কিরণরাঙা দিনে এসেছিলে তুমি পৃথিবীর বুকে আমার গৃহপ্রদীপ হয়ে। সেই গৃহপ্রদীপের আলোক শিখা যেন প্রজ্জ্বলিত থাকে জীবনের প্রতিটি পদচিহ্নে সেই আকুল প্রার্থনা জানায় সৃষ্টিকর্তার কাছে। ভালো থেকে ভালো রাখার ক্ষমতা দিয়ে প্রাণবন্ত সফলতায় ভরিয়ে দিক জীবন তোমার সেই প্রত্যাশায় রইলো এই বিশেষ দিনে। শুভেচ্ছা জানাই জন্মদিনের, ভবিষ্যৎ রচিত হোক এক আগামী সাফল্যবানের।”

প্রিয় স্নেহাতুর ছোট্ট এক কান্নার রোলে  হাসি ফুটিয়েছিলে তুমি আমাদের মুখে। ভুলিয়ে দিয়েছিলে জগৎ ভাবনা এক নিদারুণ সুখে, এই সেই দিন, মা তোমার ব্যাথা ভুলেছিল খুশিতে যে দিন। ভালো থেকো সবসময় এই প্রতিযোগিতার আয়োজন মাখা জীবনপথে। সৃষ্টিকর্তার রহমত জুড়ে থাকুক তোমার জীবনের প্রতিটি পদাঘাতে।

আজ এই দিনের মানে বলার নেই কোনো ভাষা।কোল আলো করে এক ফুটফুটে পুষ্পকলি যেন পেয়েছিলাম এই জগতে।আজ সেই ছোট্ট পুষ্পকলি চলতে চলতে কত বড় হয়ে গেলো। জীবনের ছন্দে সে পা মিলাতে শিখলো। সৃষ্টিকর্তা যেন আগলে রাখে তোমায়, সকল বাঁধায় পথ দেখায় অবলীলায়। ভালো থেকো সবসময় সকল পদক্ষেপে। বাবার আদরের মণি তুমি সফল হবেই জীবনে হবে। শুভ জন্মদিন!

শুভ জন্মদিন সোনামণি। দেখতে দেখতে আজ হাতে ধরে হাঁটতে শেখানো আমার সেই ছোট্ট সোনামণিটা আজ নিজেই জীবন সামলানোর পথ চলতে নেমেছে।জীবনের দ্বারে তার পথযাত্রা শুরু হয়ে গেছে। আকুল চাওয়া একটাই ওই ধরণী বিধাতার কাছে জগতের নিয়মে মানিয়ে চলতে তোমায় সঙ্গ যেন দেয় অনায়াসে। অনেক অনেক শুভকামনা আগামী দিনের জন্য।

ট্যাগস:
ছেলের জন্মদিনে বাবার স্ট্যাটাস
ছেলের জন্মদিনে বাবার উইশ
ছেলের জন্মদিনের শুভেচ্ছা ইসলামিক
ছেলের জন্মদিনে বাবার উক্তি
ছেলের জন্মদিনের ইসলামিক স্ট্যাটাস
ছেলের জন্মদিনে বাবার শুভেচ্ছা বার্তা
ছেলের জন্মদিনের বাবার শুভেচ্ছা স্ট্যাটাস
ছেলের জন্মদিনে বাবার অনুভূতি
ছেলের জন্মদিনে বাবার দোয়া

See also  সিলেটি ভাষায় জন্মদিনের শুভেচ্ছা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *