ইসুজন এর এডমিন প্যানেল থেকে আপনাকে স্বাগতম। আপনার ছেলে সন্তানের জন্মদিন বুঝি আসন্ন? তবে আপনি সঠিক জায়গায় এসেছেন। এখানে তাই ছেলের জন্মদিনে মায়ের শুভেচ্ছা বার্তা স্ট্যাটাস গুলো লিপিবদ্ধ হয়েছে। আপনার পছন্দের স্ট্যাটাসটি বেচে নিন।
সোহাগ তুই আমার সুখের চিহ্ন এই পৃথিবীতে। যার এক ঝলক হাসির রেশে আমার তৃপ্তির সুখ মিলে। আজ সেই দিন যেদিন তুই রাঙিয়েছিলি আমার ভুবন। সৃষ্টিকর্তা রাঙাক এবার সফলতায় তোর জীবন। পাহাড়সমায় বাঁধা ও যেন দিতে পারিস পাড়ি সেই প্রত্যাশায় জানায় আজ বিধাতার আদলে আমি। শুভ জন্মদিন!
আজ আমার সে রঙিন প্রচ্ছদে মোড়া পুস্তকের গল্পে লেখা রূপকথার মতো রাঙানো সেই দিন। পৃথিবীর গর্ভে আমার তৃপ্তি হয়ে আসা আমার সোনার জন্মদিন। শুভেচ্ছা জানায় প্রতিটি ক্ষণে এক চিলতে খুশির রেশে মাতো তুমি। প্রতিটি পদে সাফল্যের বাণী রচিত করো হয়ে সঠিক পথের যাত্রী। শুভ জন্মদিন বাবা।
প্রিয় তুই আমার ধরনীতে অন্ধকার ঘরের আলো। সকল দুঃখ ভুলানো সুখ পথের পথিক যে দিয়েছিস ভুলিয়ে ব্যাথারা যত ধারালো। এমন দিনে এসেছিলি আমার সুখপাখি হতে।ভালো থাকিস সবসময় জীবনের প্রতি পদাঘাতে।
বাবা জীবন তোমার ভরে উঠুক একফালি চাঁদের নিদারুণ আলোর মতো। ঘুঁচে যাক ধরার বুকে থাকে দুঃখ যত। আজ এই দিনে জানায় তোমায় জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা। তুমি আমার ছোট্ট ঘরের আলো যার পূর্ণ হোক প্রতি স্বপ্ন ইচ্ছা।
ট্যাগস:
ছেলের জন্মদিনে মায়ের শুভেচ্ছা বার্তা
ছেলের জন্মদিনে মায়ের শুভেচ্ছা স্ট্যাটাস
ছেলের জন্মদিনে মায়ের স্ট্যাটাস