ভালোবাসার ছন্দ 2023, ভ্যালেন্টাইন ডে ২০২৩ উক্তি

বিশেষ এই দিনটিতে আপনার অনুভূতি কি ভালোবাসার ছন্দ 2023 উক্তি খুঁজছে? তবে আর দেরী কেন! দেখে নিন সব মনমাতানো ভ্যালেন্টাইন ডে ২০২৩ উক্তি এখানেই।

ভালোবাসার ছন্দ 2023

তুমি আমার অনন্ত আকাশের পানে না বলা কাব্যকথা।
তুমি আমার হাজার বসন্তে না ছোঁয়া পুষ্পগাঁথা।
যার স্পর্শে পেয়েছি জীবন ছন্দ নিগূঢ় আলিঙ্গনে।
সেই তুমি আমার প্রিয়তমা শুনো ভালোবাসি প্রাণমনে।

শুধু ভালোবাসি বলেই!
দলবেঁধে পাখিরা ডেকে যায় তোমায়।
বর্ণীল হরফে লেখা নাম প্রজাতির ডানায়।
শুধু ভালোবাসি বলেই!
এক টুকরো আকাশ আজ তোমার বারান্দায়।
মেঘে মেঘে রঙধনু ফানুশ উড়ায়।
শুধু ভালোবাসি বলেই!
এতোটা দূর হতেও পাই তোমার ঘ্রাণ।
ভাঙা চুড়ির মতো হাসির কলতান।

কোনো এক প্রভাতে শুভ্র ভোরের মিষ্টি আলো হয়ে তুমি আমায় গায়ে মাখিয়ে নিয়ে বলো ভালোবাসি।
নয়নে নয়ন রেখে হৃদয় বাহুডোরে এঁকে জাগ্রত স্বপ্নে এসে বলো ভালোবাসি।
জ্যোৎস্না ভরা পূর্ণিমা রাতে শীতের চাদরের মতো আমায় জড়িয়ে নিয়ে বলো ভালোবাসি।

আমার ভালোবাসা-
সে তো তোমার পারমিশান ছাড়া তোমাকে বড্ডবেশী ভালোবাসা!
তোমার মতামত ছাড়াই তোমাকে রাজ্যের রাণী বানানো,
কথোপকথন ছাড়াই স্বপ্নগুলো হাজার রঙ্গে রাঙ্গানো।

ভ্যালেন্টাইন ডে ২০২৩

চলে এসো প্রিয় সমাজ নামের অজুহাতের দেয়াল ভেঙে এই বেলায়,
তুমি আমি দুজনে মিলে স্বপ্ন গুলো না হয় আবার সাজাই।
আমার ভালোবাসা- সে তো অনুমতি ছাড়াই অনুভূতিতে তোমার শহরে ঘোরাঘুরি,
অনুভবেই তোমার মেঘে লুকোচুরি,
হৃদয় মাঝে তোমাকে নিয়ে টইটুম্বরি!

গোটা আকাশ জুড়ে ফাগুন দিনে
এনে দিতে পারি অকাল বর্ষা।
আস্ত একটা দিন কাটিয়ে দিতে পারি
অক্ষরের সাথে।
আমি ভালোবাসি বলেই তুমি চির অমলিন।
ঘাসের মতো লাজুক আর আকাশের মতো নীল।

দূর আকাশ থেকে বিদ্যুৎ প্রবাহের ভয়ার্ত শব্দে বুকের সাথে জাপটে ধরে বলবো তোমায় ভালোবাসি।
গোলাপের পাপড়ির মতো রক্তিম চোখে অনুরাগের মুগ্ধতা খুঁজে নিয়ে বলবো ভালোবাসি।
কোনো এক হেমন্তের বিকেলে কিংবা সন্ধ্যাপ্রদীপের আবছায়া আলোতে বুকের ঠিক মাঝখানটাতে জড়িয়ে নিয়ে ফিসফিস করে বলব ভালোবাসি।
শ্রাবণ মেঘের দিনে বৃষ্টির ফোঁটা হয়ে তোমায় ছুঁয়ে দিয়ে বলব ভালোবাসি।

শুভ হোক আপনার দিনটি। ভালো যাক আগামীর সময় ও পথচলা। ভালো থাকুন সবসময়। হ্যাপি ভ্যালেন্টাইন ডে আপ হোক আপনার প্রতিটি দিন।

আশাকরি আপনার পছন্দের ভালোবাসার ছন্দ 2022, ভ্যালেন্টাইন ডে ২০২২ উক্তি এখানে খুঁজে পেয়েছেন। তবে আর দেরী না করে এখনই প্রিয়জনকে জানিয়ে দিন ভালোবাসা দিবসের অমর ছন্দখানি।

আরো পড়ুনঃ মিম নামের অর্থ কি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *