সুবর্ণ জয়ন্তী কি, কাকে বলে ও জয়ন্তীর প্রকারভেদ

আপনি যদি অনুসন্ধান করে থাকেন সুবর্ণ জয়ন্তী কি, সুবর্ণ জয়ন্তী বলতে কি বুঝায় বা কাকে বলে, অর্থ তবে এ সম্পর্কে বিশদ জানার জন্য আপনি একদম সঠিক জায়গায় এসেছেন।
Table of Contents
সুবর্ণ জয়ন্তী কি
এক কথায় বলতে গেলে- অতীতে ঘটমান কোনো স্মৃতির ৫০ বছর সময় অতিক্রম করলে যে উৎসব বা আন্দন্দ উৎযাপন করা হয় তাকে বলা হয় সুবর্ণ জয়ন্তী।
আবার ঐ স্মৃতির ৬০ বছর অতিক্রম হলে তাকে হীরক জয়ন্তী, ৭৫ বছর অতিক্রম হলে প্লাটিনাম জয়ন্তী এবং ২৫ বছর অতিক্রম হলে তাকে রজত জয়ন্তী বলা হয়। আশাকরি অর্থ বুঝতে পেরেছেন।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী কি
এখানে বর্তমানে আমরা যে উৎসবের কথা শুনে এটা নিয়ে জানতে এসেছি তা হলো স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর কথা। আমাদের স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হওয়া স্বাপেক্ষে এই জয়ন্তী। আশা করি আপনি উপরোক্ত এবং এই আলোচনা থেকে পুরোপুরি বুঝতে পেরেছেন। জয়ন্তীর বিস্তারিত প্রকারভেদ সহ দেখুন এবার।
জয়ন্তীর প্রকারভেদ বা জয়ন্তী কত প্রকার
জয়ন্তী একাধিক প্রকার হয়ে থাকে। যথা:- রজত, সুবর্ন, হীরক ও প্লাটিনাম ইত্যাদি। অতীতে ঘটমান কোনো স্মৃতির ২৫ বছর অতিক্রম হলে তা রজত জয়ন্তী, ৫০ বছরে সুবর্ন, ৬০ বছরে প্লাটিনা এবং ৭৫ বছরে হীরক জয়ন্তী পালন করা হয়।
ধন্যবাদ আপনার অনুসন্ধানের জন্য। সুবর্ণ জয়ন্তী বলতে কি বুঝায়, কাকে বলে ও জয়ন্তীর প্রকারভেদ এই সম্পর্কিত আপনার আর কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন।