আপনি কি এসএসসি (SSC) পরীক্ষার বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর সমাধান ২০২২ ১২ (বারো) তম সপ্তাহ ১০০% নির্ভুল অনুসন্ধান করে চলেছেন? তবে আপনি সঠিক জায়গায় এসেছেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে ইতমধ্যে আপনাদের এস এস সি 2022 বারো সপ্তাহের এসাইনমেন্ট প্রকাশ করেছে ।
১৩ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত। নিচের লিঙ্কে চাপুন ⇓।
বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর ১২ সপ্তাহ এসএসসি ২০২২
চলুন প্রথমে এক নজরে নিম্নোক্ত চিত্রে দেখে নেওয়া যাক এসাইনমেন্টের সূচিতে কি রয়েছে।
[ads1]

উপরোক্ত চিত্রের মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন এসএসসি (SSC) পরীক্ষার বাংলা অ্যাসাইনমেন্ট ২০২২ ১২ (বারো) তম সপ্তাহ সম্পন্ন করার জন্য আপনাকে কি কি পন্থা অবলম্বন করতে হবে। চলুন এবার আমরা সরাসরি সমাধান দেখে নিই।
বাংলা এসাইনমেন্ট সমাধান এসএসসি ২০২২ (উত্তর সহ)
ইতিমধ্যে আপনার কাঙ্খিত বাংলা এসাইনমেন্টের উত্তর সমাধান ২০২২ ১২ (বারো) সপ্তাহ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অ্যাসাইনমেন্টের সমাধান এখান থেকে শুরু হচ্ছে…….
[ads3]
গদ্য– ১: মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে
মানুষেরক জীবনকে একটি কদোতলা ঘরের সঙ্গে তুলনা ককরা যেতে পারে। জীবসত্তা কসেই ঘরের নিচের তলা আর কমানবসত্তা বা মনুষ্যত্ব ওপরের কতলা। জীবসত্তার ঘর কথেকে মানবসত্তার ঘরে উঠবার কমই হচ্ছে শিক্ষা। শিক্ষাই কআমাদের মানবসত্তার ঘরে কনিয়ে যেতে পারে। অবশ্য কজীবসত্তার ঘরেও সে ককাজ করে; ক্ষুৎপিপাসার ব্যাপারটি কমানবিক করে তোলা কতার অন্যতম কাজক। কিন্তু তার আসল ককাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্বলোকের কসঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। অন্য ককথায় শিক্ষার যেমন কপ্রয়োজনের দিক আছে, তেমনি কঅপ্রয়োজনের দিকও আছে; আর কঅপ্রয়োজনের দিকই তার কশ্রেষ্ঠ দিক। সে শেখায় কী ককরে জীবনকে উপভোগ ককরতে হয়, কী করে মনের কমালিক হয়ে অনুভূতি কও কল্পনার রস কআস্বাদন করা যায়।
সারাংশ:
মনুষ্যত্ববোধের কারণে কমানুষ পৃথিবীর অন্যান্য প্রাণী কথেকে আলাদা। মানুষের জীবসত্তা কথেকে মানবসত্তা তথা মনুষ্যত্বে কউত্তীর্ণ হওয়ার উপায় কহলো শিক্ষা। শিক্ষাই কমানুষকে মনুষ্যত্ববোধের সন্ধান দেয়, কজীবনকে উপভোগ করতে শেখায় কএবং হৃদয়কে আলোকিত করে।
গদ্য– ২: মানুষের মূল্য কোথায়? চরিত্রে, মনুষ্যত্বে, জ্ঞানে ও কর্মে
মানুষের কমূল্য কোথায়? চরিত্রে, কমনুষ্যত্বে, জ্ঞানে ও ককর্মে। বস্তুত চরিত্র কবলেই মানুষের জীবনের যা ককিছু শ্রেষ্ঠ তা বুঝতে কহবে। চরিত্র ছাড়া মানুষের কগৌরব করার আর কিছু কনেই। মানুষের শ্রদ্ধা কযদি মানুষের প্রাপ্য হয়, মানুষ যদি মানুষকে শ্রদ্ধা করে, কসে শুধু চরিত্রের জন্যে, অন্য ককোনো কারণে মানুষের কমাথা মানুষের সামনে এত কনত করার দরকার নেই। জগতে কযে সকল মহাপুরুষ কজন্মগ্রহণ করেছেন, কতাঁদের গৌরবের মূলে এই কচরিত্রশক্তি। তুমি চরিত্রবান লোকক, একথার অর্থ কএই নয় যে, তুমি লম্পট কনও। তুমি সত্যবাদী, বিনয়ী কএবং জ্ঞানের প্রতি কশ্রদ্ধাপোষণ করো, তুমি পরদুঃখকাতর ন্যায়বান কএবং মানুষের ন্যায় কস্বাধীনতাপ্রিয়, চরিত্রবান মানে কএই।
সারাংশ:
মানুষের কপ্রকৃত মূল্য তার কমনুষ্যত্ব, জ্ঞান কও চরিত্রে। চরিত্রবলে মানুষ কশ্রদ্ধা, ভক্তি অর্জন ককরতে পারে। পৃথিবীর সকল কমানুষের শ্রেষ্ঠত্বের মূল কচরিত্র। পরােপকারী, ন্যায়বানক, সত্যবাদী, স্বাধীনতাপ্রিয় কমানুষই চরিত্রবান।
গদ্য– ৩: নিন্দা না থাকিলে পৃথিবীতে জীবনের গৌরব কি থাকিত?
নিন্দা না কথাকিলে পৃথিবীতে জীবনের গৌরব ককি থাকিত? একটা কভালো কাজে হাত দিলামক, তাহার নিন্দা কেহ করে না, সে কভালো কাজের দাম কী? কএকটা ভালো কিছু লিখিলাম, কতাহার নিন্দুক কেহ নাই , কভালো গ্রন্থের পক্ষে এমন মর্মান্তিক অনাদর ককী হইতে পারে? জীবনকে কধর্মচর্চায় উৎসর্গ করিলামক, যদি কোন মন্দ লোক কতাহার মধ্যে মন্দ অভিপ্রায় না কদেখিল, তবে সাধুতা যে কনিতান্তই সহজ হইয়া পড়িল। কমহত্ত¡কে পদে পদে কনিন্দার কাঁটা মাড়াইয়া চলিতে চায়। ইহাতে কযে হার মানে, বীরের কসঙ্গতি সে লাভ করে না। কপৃথিবীতে নিন্দ দোষীকে সংশোধন করিবার কজন্য আছে তাহা নহে, কমহত্ত¡কে গৌরব কদেওয়া তাহার একটা কমস্ত কাজ।
[ads4]
সারাংশ :
নিন্দা আছে কবলেই পৃথিবীতে জীবন কও কর্মের গৌরব আছে। কনিন্দুকেরা যেকোনো কাজের খুঁত কধরে বেড়ায়। এই নিন্দার কাছে কযে হার মানে, গৌরবের কজয়মাল্য তার জন্য নয়। কতাই নিন্দার কাঁটা মাড়িয়েই মহত্তকে কগৌরবঅর্জন করতে হয়।
আপনি ইতিমধ্যে গদ্য অংশে এসএসসি (SSC) পরীক্ষার বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর সমাধান ২০২২ ১২ (বারো) তম সপ্তাহ পড়া সম্পন্ন করেছেন। একই ভাবে বাকী পদ্য অংশ পড়ে নিন।
কবিতা– ১
সার্থক জনম কআমার জন্মেছি এই কদেশে
সার্থক জনম কমাগো, তোমায় ভালবেসে।ক
জানিনে তোর কধন-রতন আছে ককিনা রাণীর মতন,
শুধু জানি কআমার অঙ্গ জুড়ায় কতোমার ছায়ায় বসে।
কোন কবনেতে জানিনে কফুল গন্ধ এমন ককরে আকুল;
কোন কগগনে উঠেরে চাঁদ কএমন হাসি হেসে।
আখিঁ কমেলে তোমার আলো কপ্রথম আমার চোখ জুড়ালো,
ওই কআলোতেই নয়ন রেখে কমুদব নয়ন শেষে।
সারমর্মঃ
মাতৃভূূমি প্রতিটি কমানুষের কাছেই প্রিয়। কনিজের দেশের প্রতি সকলেরই কমমতা আছে। ধনসম্পদের খপূর্ণ না থাকলেও খস্বদেশই সবার খপ্রিয়। স্বদেশের কোলে খমাথা রেখেই সবাই খবাঁচতে চায়। আবার তার খকোলে মাথা রেখেই সবাই মরতে খচায়।
কবিতা– ২
বসুমতী, কেনখ তুমি এতই খকৃপণা?
কত খখোঁড়াখুঁড়ি করি পাই খশস্যকণা।
দিতে যদি খহয় দে মা, খপ্রসন্ন সহাস
কেন খএ মাথার ঘাম খপায়েতে বহাস?
খশুনিয়া ঈষৎ হাসি খকন বসুমতী,
আমার গৌরব খতাতে সামান্যই বাড়েখ
তােমার গৌরব খতাহে একেবারেই ছাড়ে।খ
সারমর্ম :
ধরণিতে শস্যসম্পদ খফলাতেও অনেক পরিশ্রম খকরে মাথার ঘাম পায়ে খফেলতে হয়। পরিশ্রমলব্ধ সম্পদ খমানুষের মনে আত্মতৃপ্তি এনে খদেয়। তাই মানুষের খশক্তি, সামর্থ্য ও খশ্রমের এত মূল্য। অন্যের করুণা-খনির্ভরতা মানুষকে অমর্যাদা খএনে দেয়। পরিশ্রমই খমানুষের অস্তিত্বের অবলম্বন খএবং মর্যাদা খকষ্টিপাথর।
এসএসসি ১২ তম সপ্তাহের সকল এসাইনমেন্টের সমাধান পেতে এখানে চাপুন
[ads5]