নরসিংদী বৃহৎ ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত একটি জেলা। এর মোট আয়তন ১,১৪০.৭৯ বর্গকিমি (৪৪০.৪৬ বর্গমাইল)এবং জনসংখ্যা মোট ১৮,৯৫,৯৮৪। এই পোষ্টে নরসিংদী জেলা কিসের জন্য বিখ্যাত, নরসিংদী জেলার নামকরণ. নরসিংদী জেলার বিখ্যাত ব্যক্তি. নরসিংদী জেলার বিখ্যাত স্থান ও জেলা পরিচিতি ইত্যাদি জানতে পারবেন।
নরসিংদী জেলা কিসের জন্য বিখ্যাত
নরসিংদী জেলা সাগর কলা ও লটকন এর জন্য বিখ্যাত। তবে এই জেলাটি বিখ্যাত হওয়ার পেছনে আরও রয়েছে নামকরণ, বিখ্যাত স্থান ও বিখ্যাত ব্যাক্তিদের সমণ্বয়ে কিছু কাহিনী। চলুন পড়ে নেওয়া যাক।
নরসিংদী জেলার নামকরণ
রাজা নরসিংহের নরসিংদী। হাবসী শাসনামলের শেষ পর্যায়ে সোনারগাঁও অঞ্চলের উত্তর-পশ্চিম সীমান্তে শীতলক্ষ্যার তীরে হিন্দু জমিদার ধনপদ সিংহ রাজা খেতাব গ্রহণ করেন। রাজা ধনপদ সিংহের পুত্র নরসিংহী বাবার জমিদারির সীমা বৃদ্ধি করে প্রাচীন ব্রহ্মপুত্র নদের তীরে, নগর নরসিংহপুর নামে একটি ছোট্ট শহর প্রতিষ্ঠা করেন এবং নিজের আবাসিক স্থান তৈরি করেন। বর্তমানে পলাশ উপজেলার পারুলিয়া গ্রামটিই সেই শহর।
ধারণা করা হয়, রাজা নরসিংহের নাম থেকেই নরসিংদী নামকরণ হয়েছে। নরসিংদীর সঙ্গে “দী” শব্দটির একটি ব্যাখ্যা আছে। প্রাচীনকালে শব্দটি ছিল “ডিহি”। সংস্কৃত ভাষায় “ডিহি” শব্দের অর্থ হলো ডাঙা। নরসিংদী একটি উঁচু অঞ্চল। সেই কারণেই স্বভাবতই এর নাম ছিল নরসিংহ “ডিহি”। পরবর্তীতে সাধারণের মুখে মুখে এর নাম হয়েছে “নরসিংহদী”। বর্তমান সময়ে “হ” বিলুপ্ত হয়ে নাম হয়েছে নরসিংদী।
আবার অনেকেরই ধারণা, এখানকার আদিবাসীরা সিংহের মতই পরাক্রমশালী ছিলেন বলে এ স্থানের নামকরণ করা হয়েছে নরসিংদী। অন্য একটি সুত্রে জানা যায়, সেন রাজারা শহরে বিষ্ণুর নরসিংহ অবতার রুপ একটি মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন, সেই থেকে এই অঞ্চলের নাম নরসিংদী।
নরসিংদী জেলার বিখ্যাত স্থান
➤ উয়ারী-বটেশ্বর – বেলাব উপজেলার অমলাব ইউনিয়ন;
➤ বীর শ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি জাদুঘর – রায়পুরা উপজেলার রামনগর গ্রাম;
➤ সোনাইমুড়ি টেক – শিবপুর উপজেলা;
➤ ভাই গিরিশ চন্দ্র সেনের বাস্তুভিটা পাঁচদোনা বাজার সংলগ্ল বুড়ারহাট গ্রাম।
➤ আশরিনগর মিনি পার্ক -নরসিংদী রেল স্টেশনের সাথেই।
➤ ড্রীম হলিডে পার্ক- পাঁচদোনা।
➤ বালাপুর জমিদার বাড়ি।
➤ লক্ষণ সাহার জমিদার বাড়ি।
➤ সিধেন সাহার জমিদার বাড়ি।
➤ কুন্ডু সাহার জমিদার বাড়ি।
➤ মনু মিয়ার জমিদার বাড়ি। (ঘোড়াশাল জমিদার বাড়ি)।
➤ ঘোড়াশাল দোতলা রেলওয়ে স্টেশন (যা বাংলাদেশের প্রথম দ্বিতলবিশিষ্ট রেলওয়ে স্টেশন)।
➤ চরসিন্দুর ব্রিজ।
➤ সাটিরপাড়া রায় চৌধুরী জমিদার বাড়ি।
➤ মাধবদী গুপ্তরায় জমিদার বাড়ি।
➤ আমিরগঞ্জ জমিদার বাড়ি।
➤ রায়পুরা উপজেলার মাহমুদাবাদ।
➤ গ্রামে অবস্থিত ব্রিটিশ শাসনামলের নীল চাষের নিদর্শন ‘নীলকুঠি’।
➤ ওয়ান্ডার পার্ক, মরজাল, রায়পুরা।
নরসিংদী জেলার বিখ্যাত ব্যক্তি
➤ আ আ ম স আরেফিন সিদ্দিক- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিসি।
➤ আনোয়ারুল আশরাফ খান
➤ লে. কর্নেল অবঃ নজরুল ইসলাম হিরু- বীরপ্রতীক, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী বাংলাদেশ সরকার ও বর্তমান সভাপতি নরসিংদী জেলা আওয়ামীলীগ।
➤ রাজিউদ্দিন আহমেদ রাজু- সাবেক ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী।
➤ সামসুদ্দীন আহমেদ এছাক।
➤ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান।
➤ কবি শামসুর রাহমান।
➤ আফতাব উদ্দিন ভূঁইয়া।
➤ ড. আলাউদ্দিন আল আজাদ – সাহিত্যিক।
➤ ভাই গিরিশ চন্দ্র সেন – প্রথম বাংলায় পবিত্র কুরআন এর অনুবাদক।
➤ সতীশচন্দ্র পাকড়াশী (১৮৯৩-৩০ ডিসেম্বর, ১৯৭৩) বাঙালী স্বাধীনতা সংগ্রামী ও সশস্ত্র বিপ্লবী।
➤ মিঞা মোঃ সুন্দর আলী গান্ধী – সমাজ সংস্কারক অবিভক্ত বাংলার কৃষক-প্রজা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা।
➤ প্রফেসর ড.রসিদ উদ্দিন আহমদ- উপমহাদেশের অন্যতম নিউরোসার্জন এবং বাংলাদেশের প্রথম নিউরোসার্জন।
➤ অধ্যক্ষ আবদুল হামিদ এম.এসসি সাহেব (যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ১৯৩৬ সালে ব্রিটিশ-ভারতে বাঙ্গালী মুসলমানদের মধ্যে সর্বপ্রথম প্রথম শ্রেণী প্রাপ্ত হন। এবং অজপাড়া গায়ে তিনি স্কুল, কলেজ প্রতিষ্ঠা করেছিলেন।
➤ সুভাস সাহা স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়।
➤ শামীম কবির – বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক।
➤ কবিয়াল হরিচরণ আচার্য্য- কবি গুণাকর উপাধিতে ভূষিত।
➤ শহীদ আসাদ- ১৯৬৯ এর গণঅভ্যুত্থানের নায়ক।
➤ মোশাররফ হোসেন ভূঁইঞা।
➤ এম এ মান্নান (অধ্যাপক)।
➤ নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
➤ আব্দুল মঈন খান।
➤ আবদুল মোমেন খান।
➤ কামাল হায়দার।
➤ আব্দুল মান্নান।
➤ রহিমা আখতার।
➤ খায়রুল কবির খোকন।
➤ সামসুল হুদা বাচ্চু।
➤ আহমেদুল কবির।
➤ রবিউল আলম কিরণ খাঁ।
➤ সরদার শাখাওয়াত হোসেন বকুল।
➤ এ এইচ এম আব্দুল হালিম।
➤ মাঈন উদ্দিন ভূঁইয়া।
➤ আসাদুল হক খসরু।
➤ আবদুল আলী মৃধা।
➤ মুস্তাফা জামাল।
➤ মোহাম্মদ শহীদুল্লাহ ভূঁইয়া।
➤ শাহজাহান সাজু।
➤ জহিরুল হক ভূঁইয়া মোহন।
➤ রোকেয়া আহমেদ লাকী।
➤ দেলোয়ার হোসেন খান।
➤ তামান্না নুসরাত (বুবলী)।
➤ সিরাজুল ইসলাম মোল্লা।
➤ গাজী ফজলুর রহমান।
➤ হরিপদ দত্ত।
➤ সোমেন চন্দ।
➤ হানিফ পাঠান।
➤ মুহাম্মদ হাবিবুল্লা পাঠান।
➤ গিয়াসউদ্দীন মিয়া:কৃষিবিদ।
➤ ইমতিয়াজ আহমেদ নকীব:ফুটবলার।