Motorcycle Driving License Process in Bangladesh | মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স ও নবায়ন করার নিয়ম

আপনি যদি অনুসন্ধান করে থাকেন মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম (Motorcycle Driving License Process in Bangladesh) ও নবায়ন করার নিয়ম সম্পর্কে জানার জন্য তবে আপনি সঠিক জায়গায় এসেছেন।

মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স | Motorcycle License Bangladesh

মানুষের জীবন আরওসহজ ও সুন্দর করে তুলতেমোটর সাইকেলের ভূমিকাঅপরিসীম। মোটর সাইকেলএমন একটি বাহন যা ব্যবহার করে খুব সহজেআপনি আপনার গন্তব্যপৌছাতে পারবেন । মোটরসাইকেল কেনার পর প্রথম কাজহল মোটর সাইকেলের ড্রাইভিংকরা , আমরা দেখাব মোটর সাইকেলড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ওনবায়ন করার নিয়ম (Motorcycle Driving License Process in Bangladesh)। অনেক টাকা দিয়ে মোটরসাইকেল কেনার পরঅল্প কিছু টাকার জন্য ড্রাইভিং লাইসেন্সকরে ফেলাটায় ভাল হবে, কারণ  ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চলানো আইননতদণ্ডনীয়। সে জন্য আপনাকেমোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ও নবায়নকরার নিয়ম ভালোভাবে জানতে হবে ।

আরো পড়ুন: মোটরসাইকেল নিবন্ধন করার নিয়ম এখানে↓

মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স ও নবায়ন করার নিয়ম

মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্সকরতে হলে বাংলাদেশে প্রবর্তিতআইন ও নিয়ম কানুন মেনে করতেহবে । তবে বাংলাদেশে মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রেঅনেক বেশি সময় লেগে যায়। লাইসেন্সকরার আগে সঠিক নিয়ম মেনেআবেদন করতে হবে। 

ড্রাইভিং লাইসেন্স এর জন্য যোগ্যতা

  •  পেশাদার ড্রাইভিংলাইসেন্স-এর জন্য বয়সন্যূনতম ২০ বছর।
  • অপেশাদার এরজন্য ন্যূনতম ১৮ বছরহতে হবে। ২। ন্যাশনাল ।
  • আইডি কার্ড / জন্মসনদ/পাসপোর্ট এর সত্যায়িতফটোকপি।
  • আবেদনকারীকে মানসিক ও শারীরিকভাবেসুস্থ থাকতে হবে।

আবেদন পদ্ধতি ও খরচ

আপনাকে সর্বপ্রথমলার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের জন্যপ্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইনেআবেদন করতে হবে। স্থায়ী ঠিকানাবা বর্তমান ঠিকানা প্রয়োজনীয়কাগজ পত্র সহ যেমন- বিদ্যুৎ অথবাগ্যাস বিলের ফটোকপি ইত্যাদিপেশ করে বিআরটিএরসার্কেল অফিসে আবেদনকরতে হবে। Application process of Motorcycle Driving License in Bangladesh.

  • অনলাইনে ফরমেআবেদন করতে হবে ।
  • রেজিস্টার্ড চিকিৎসক কর্তৃকশারীরিক সুস্থতার মেডিকেলসার্টিফিকেট।
  • ন্যাশনাল আইডিকার্ড/জন্ম সনদ/পাসপোর্ট সত্যায়িতফটোকপি।
  • নির্ধারিত ফি (১ ক্যাটাগরি- ৩৪৫/- ও ২ ক্যাটাগরি- ৫১৮/- টাকা) বিআরটিএর নির্ধারিত ব্যাংকে (ব্যাংকের তালিকা www.brta.gov.bd-এ পাওয়া যাবে) জমার রশিদ।
  • সদ্য তোলা ৩ কপি স্ট্যাম্প ও ১ কপি পাসপোর্ট সাইজের ছবি।

=) ক্যাটাগরি-১: ৩৪৫ টাকা  শুধু মোটরসাইকেল বা শুধু হালকা মোটরযান।

=) ক্যাটাগরি-২: ৫১৮ টাকা মোটরসাইকেলের সাথে যে কোনএকধরণের মোটরযান।

ড্রাইভিং লাইসেন্সেআবেদন করার দুই থেকে তিন মাসপর প্রাথীর লিখিত, মৌখিক ও ফিল্ড টেস্ট পরীক্ষাঅনুষ্ঠিত হবে। অবশ্যই পরীক্ষারতারিখ আবেদনের সঙ্গে সঙ্গে গ্রাহককেমোবাইলে এসএমএসের মাধ্যমেজানিয়ে দেয়া হবে। আপনি কোথায় পরীক্ষা দিতেচান- সে স্থান নাম অনলাইনেফরম পূরণের সময়   সিলেক্ট করে দিতেহবে। লিখিত পরীক্ষা ২০ নম্বরের মধ্যে পাশ নম্বর ১২ ।

লিখিত, মৌখিক এবংফিল্ড টেস্ট তিনটি পরীক্ষায় আলাদাভাবে উত্তীর্ণ হওয়ার পর নতুন আরেকটিনির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্র ও ফি প্রদানকরে স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্সেরজন্য সংশ্লিষ্ট সার্কেল অফিসেআবেদন করতে হবে। স্মার্টকার্ড প্রিন্টিং সম্পন্নহলে গ্রাহককে এসএমএসেরমাধ্যমে জানিয়ে দেয়া হয়।

স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স (Smartcard Driving License) যা যা লাগবে

  • নির্ধারিত ফরমে আবেদন।
  • রেজিস্টার্ড ডাক্তারকর্তৃক মেডিকেলসার্টিফিকেট।
  • ন্যাশনাল আইডিকার্ডের সত্যায়িত ফটোকপি।
  • নির্ধারিত ফি (পেশাদার- ১৬৭৯/- ও অপেশাদার- ২৫৪২/- টাকা) বিআরটিএর নির্ধারিত ব্যাংকেজমাদানের রশিদ।
  • পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য পুলিশি তদন্ত প্রতিবেদন।
  •  সদ্য তোলা ১ কপিপাসপোর্ট সাইজ ছবি।

ড্রাইভিং লাইসেন্স নবায়নের সকল তথ্য

ড্রাইভিং লাইসেন্স নবায়ন দুইটিধাপে হয়ে থাকে একটিহল অপেশাদার আরেকটি হল পেশাদার।

পেশাদার এর তথ্য

পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করত একটি ব্যবহারিকপরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। পরীক্ষায়উত্তীর্ণ হলে নির্ধারিত ফি (মেয়াদোত্তীর্ণের ১৫ দিনেরমধ্যে হলে ১৫৬৫/- ও মেয়াদোত্তীর্ণের ১৫ দিনপরে প্রতি বছর ২৩০/- টাকা জরিমানাসহ) জমা এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ বিআরটিএর নির্দিষ্টসার্কেল অফিসে আবেদন করতে হবে। স্মার্টকার্ড সহ সবধরনের প্রক্রিয়া সম্পন্নহলে গ্রাহককে এসএমএসের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স প্রদানকরা হবে ।

অপেশাদার এর তথ্য

নির্ধারিত ফি (মেয়াদোত্তীর্ণের ১৫ দিনের মধ্যে হলে ২৪২৭/- ও মেয়াদোত্তীর্ণের ১৫ দিন পর প্রতি বছর ২৩০/- টাকা জরিমানাসহ) জমাদিয়ে প্রয়োজনীয় সকল কাগজপত্র বিআরটিএর নির্দিষ্ট সার্কেল অফিসেপ্রাথীকে  আবেদন করতে হবে। আবেদনপত্র সহসংযুক্ত কাগজপত্র এবং গ্রাহকের ব্যক্তিগত সকলতথ্য সঠিক পাওয়া গেলে ঐ দিনে বায়োমেট্রিক্স গ্রহণ করা হয়। স্মার্টকার্ড প্রিন্টিং হয়েগেলে গ্রাহকের যে মোবাইল নাম্বার দেওয়া থাকে সেই নাম্বরে SMS দেওয়া হয়।

ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সমূহ

  • আবেদন ফরম।
  • রেজিস্টার্ড চিকিৎসককর্তৃক মেডিকেল সার্টিফিকেট।
  • ন্যাশনাল আইডি কার্ডের সত্যায়িতফটোকপি।
  • শিক্ষাগত যোগ্যতারসনদ।
  • নির্ধারিত ফি জমাদানের রশিদ ।
  • পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্যপুলিশি তদন্ত প্রতিবেদন।
  • সদ্য তোলা ১ কপিপাসপোর্ট ও ১ কপি স্ট্যাম্প সাইজ ছবি।

মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স ফি, মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্সচেক করার নিয়ম,মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স ফরম।

আশকরি আমাদের Motorcycle Driving License Process in Bangladesh | মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স ও নবায়ন করার নিয়ম সম্পর্কিত পুরো পোষ্ট আপনি পড়েছেন। যদি এই নিয়ে কোন প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *