আপনি যদি অনুসন্ধান করে থাকেন ২০২২ সালের এইচএসসি (HSC) পরীক্ষার অ্যাসাইনমেন্ট বাংলা উত্তর সমাধান ১২ (বারো) তম সপ্তাহ তবে সঠিক জায়গায় এসেছেন। আমাদের ওয়েবসাইটে এইচ এস সি সহ অন্যান্য সকল এসাইনমেন্ট সলিউশন আছে।
এইচএসসি অ্যাসাইনমেন্ট বাংলা ২০২২ ১২ সপ্তাহ
প্রথমত আমরা দেখে নিই এইচএসসি (HSC) অ্যাসাইনমেন্ট বাংলা ২০২২ এ এসাইনমেন্টের মধ্যে কি কি রয়েছে নিম্নের চিত্র থেকে।

ইতিমধ্যে উপরোক্ত চিত্রের মাধ্যমে আমরা অ্যাসাইনমেন্ট সম্পন্ন করার যাবতীয় নির্দেশবলী সহ শিরোনাম দেখতে পেলাম। এবার আমরা সরাসরি সমাধানে চলে যাবো।
২০২২ সালের এইচএসসি অ্যাসাইনমেন্ট বাংলা উত্তর সমাধান
অ্যাসাইনমেন্টের শিরোনাম: ”লালসালু” উপন্যাসের প্রেক্ষাপটে ব্যক্তির টিকে থাকার সঙ্কট ও নীতিবোধের দ্বন্ধ ।নিম্নে ধাপে ধাপে অ্যাসাইনমেন্টে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী হেডিং আকারে সমাধান দেওয়া হয়েছে। এখান থেকে উত্তর শুরু হচ্ছে।
উত্তর:
মজিদেরক টিকে থাকার কসংকট: সৈয়দ ওয়ালীউল্লাহর ক“লালসালু উপন্যাসের কমূল চরিত্র মজিদ কনিজেকে টিকে রাখার কজন্য নানা রকমের কপন্থা অবলম্বন করেনক। যদিও তার কছিল টিকে থাকা কনানাবিধ সংকট। কনিচে লেখা হলাে:
১. আত্মবিশ্বাস অভাব: মজিদ কমনে সর্বদায় কআত্মবিশ্বাসের এক ঘাটতি কদেখা দিত যে সে কএকদিন হয়তাে ধরা পড়ে কযাবে তাই তাে কসেই গ্রামের স্কুল কপ্রতিষ্ঠাতা বাধা প্রয়ােগ ককরে।
২. সবার মন কজয় না ককরতে পারা: মজিদ কঅনেক গ্রামবাসীর মন কজয় করতে খপারলেও কিছু কিছু খলােকের মন জয় করতে খপারেনি, যা তাকে খটিকে থাকার সংকট খনিমজ্জত করে।
৩. মজিদের খএকাকীত্ব: মজিদ সর্বদা খনিজেকে একা মনে খকরত কেননা যাদের খসাথে তার সম্পর্ক খছিল তারা সবাই বাহিরের খঅন্তরে বা আবেগের খনয়। আর সেই খআবেগ প্রকাশ করতেও খপারে না। খকারণ প্রকাশ করলেই খতা তিল তিল করে খকরে মিথ্যার সম্রাজ্য খধ্বংস হয়ে যাবে।
৪. প্রতারণার আশ্রয়গ্রহণ: মজিদ খনিজেকে ঠিক রাখতে খযে মিথ্যা আশ্রয় খনিয়েছিল তারা কখনােই খস্থায়ী হতে পারে খনা। এটা। যেকোন খসময় ভেঙে পড়তে খপারে। তাই প্রতারণার খআশ্রয় মজিদের টিকে খথাকার অন্যতম সংকট।
২. মজিদের নেওয়া পদক্ষেপগুলাে কেন নীতিবােধের বিরােধী, তা ব্যাখ্যা করা।
উত্তর:
মজিদের খনেওয়া পদক্ষেপ মজিদনিজেকে খটিকিয়ে রাখার খজন্য বিভিন্ন খধরনের পদক্ষেপ খগ্রহণ করে যেমন:
১. মাজার খকে কেন্দ্র খকরে বিশ্বাস স্থাপনের খচেষ্টা: বাংলাদেশের সব খমানুষেই ধর্মের প্রতি খদুর্বল। ফলে সে খদুর্বলতাকে কাজে লাগিয়ে গ্রামবাসীর খমন জয় করা খযায় মজিদ তা খচেষ্টা করেন। আর খএ জন্য সে মুক্তব খচালু পরিকল্পনা করেনখ। মাজারটা একটি খধর্মীয় স্থান যা মানুষের খআবেগের সাথে জড়িত খতা কখনাে ব্যবসার খহাতিয়ার হতে পারেনা।
২. স্কুল প্রতিষ্ঠা করতে না খদেয়া: গ্রামের স্কুল খপ্রতিষ্ঠা হলে খসবাই একদিন খশিক্ষিত হবে, ফলে তার কুকর্ম খফাঁস হয়ে যাবে। তাই সে খপরিকল্পনা করেই গ্রামের স্কুল খপ্রতিষ্ঠা করতে দেয়নি। আরেকটা খঅবশ্যই নীতি বিরােধী কাজ খকেননা এতে সমাজ ও খদেশের অগ্রগতি থমকে খদাঁড়ায় যা কখনাে কাম্য নয়।
৩. একাধিক বিয়ে করা: প্রথম খস্ত্রী সন্তান দিতে অক্ষম খহওয়ায় সে দ্বিতীয় বিয়ে খকরে যেন সেই নিজের খসন্তান জন্মের মাধ্যমে। নিজের খটিকে থাকা স্থায়ী হয়। খঅসৎ উদ্দেশ্যে একাধিক বিয়ে খবা সন্তান কাম্য কোনাে খভাবেই ঠিক না।
৪. প্রভাব-প্রতিপত্তি খস্থাপন: মজিদ খযেন যেকোন সমস্যা সহজেই সামাল খদিতে পারে সেজন্য খালেক খব্যাপারীর সান্নিধ্য এবং হাতের খমুঠোয় নিয়ে আসেনখ। ফলে গ্রামে খতার প্রভাব প্রতিপত্তি খস্থাপিত হয় । নিজের খপ্রভাব বৃদ্ধির জন্য অসৎ লােকের সঙ্গ খদেওয়া ঠিক কাজ নয়। খএতে পাপের পালা খআরও ভারি হয়।
৩. সমাজজীবন থেকে বাস্তব উদাহরণের ভিত্তিতে ব্যক্তির টিকে থাকার সংকট চিহ্নিত করা।
উত্তর:
সমাজ জীবনে খব্যক্তি টিকে থাকার খসংকট: একজন ব্যক্তিকে খবিভিন্ন কারণে সমাজ জীবনে খটিকে থাকতে নানান রকমের খসংকট অতিক্রম করতে হয়। খনিচে সেসব সংকটের খকারণ সহ ব্যাখ্যা করা হলাে:
১. সামাজিক নিরাপত্তার খসংকট: সমাজে সর্বদা খজীবন সংকটে চলাচল করতে খহয়। কারন সর্বদা এখন খচুরি-ছিনতাই হয়রানি ও খডাকাতি রয়েই আছে। ফলে খব্যক্তির সমাজে টিকে খথাকতে সামাজিক নিরাপত্তা খসংকট পরিলক্ষিত হয়।
২.কর্মসংস্থানের সংকট: খবর্তমানে দেশের কর্মসংস্থানের খব্যাপক সংকট। আর খএই বেকার জীবন খনিয়ে পরিবারের চালানাে। সবার পক্ষে খসম্ভবপর হয় না। ফলে খসমাজের মর্যাদাসহ সহিত খচলাচল সম্ভব হয় না।
৩.মূল্যবােধের সংকট: বর্তমান সবাই এখন নিজ খনিজ স্বার্থ নিয়ে খব্যস্ত ,খফলে কেউ কারাে খখোঁজ-খবর নেয় না। আর এজন্য অভাবীরা সমাজে খমানবেতর জীবন খযাপন করেন।
৪. জায়গা জমির সংকট: বাচ্চাদের খমেধা বিকাশ কিংবা খশারীরিকভাবে সুস্থ রাখতে খঅবশ্যই পর্যাপ্ত জায়গা – জমির প্রয়ােজন। খকিন্তু এর জমির সংকট খএখন সর্বোচ্চ এছাড়া খও কৃষি জমি এবং খবসবাসের জায়গা সংকট খদেখা। দিয়েছে ফলে সমাজে সঠিক ভাবে বসবাস করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
৪. মজিদ ও বাস্তব উদাহরণের ভিত্তিতে টিকে থাকার সংকট ও নীতিবােধের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করা।
উত্তর:
টিকে থাকার সংকট ও খনীতিবােধের সম্পর্ক ব্যাখ্যা: খজীবনের টিকে থাকা খএবং নীতিবােধ যেন একে খঅন্যের পরিপূরক। নিচে খসে সম্পর্কে ব্যাখ্যা করা খহলাে: বর্তমান সময়ে খসবাই ভালাে মন্দ না খভেবে অর্থের পিছনে ছােটাছুটি করে যেন ভালােভাবে খসমাজে টিকে থাকতে পারে।
তারা সব সময় খচাই নিজেকে অন্যের খউপর রাখতে ফলে তারা ভুলে যায় খনৈতিকতা ও নীতিবােধ। আর সমাজ খও জাতি পড়ে থাকে অন্ধকার খগুহায়। যেমনটা “লালসালু খ” উপন্যাস মজিদের মধ্যে পরিলক্ষিত খহয় কেননা গল্প মজিদ নিজেকে খটিকিয়ে রাখার উদ্দেশ্যে প্রতারণার খআশ্রয় নেয়।
সহজ-সরল খগ্রামবাসীকে ঠকিয়ে প্রতিষ্ঠা করে খনিজের অবস্থান। কিন্তু তার খএই পদক্ষেপ ছিল একজন মানুষের খনীতিবােধের বিপরীত। খফলে সমাজে আলাের পথে দেখতে খপায় না। যদিও সে তার খনীতিবােধের জাগ্রত করে নিজের সত্য সবার খমাঝে প্রকাশের ইচ্ছা পােষণ করেন।
কিন্তু কেউ একবার খনীতি দিক হতে দূরে সরে খচলে গেলে পরে আর ফেরত খআনা সবার পক্ষে সম্ভব খহয় না। ফলস্বরূপ আজীবন তাকে নীতিবােধের খবিপরীত নিজেকে পরিচালিত করতে খহয়। যা সর্বদা সত্য খএবং দৃশ্যমান যদিও কিছু মানুষ খনিজেকে টিকিয়ে রাখার জন্য খকখনাে নীতিবােধ হতে দূরে খসরে যায় না। কিন্তু পরিতাপের খবিষয় তা বর্তমান চোখে পড়ে না।
এখানেই আপনার ২০২২ সালের এইচএসসি অ্যাসাইনমেন্ট বাংলা উত্তর সমাধান সম্পন্ন হলো। এ সম্পর্কিত আপনার যদি কোন মতামত থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।