ডাচ বাংলা ব্যাংক লোন ২০২৩ নেওয়ার উপায় | Dutch Bangla Bank Loan 2023

ডাচ বাংলা ব্যাংক লোন বেশ কিছু খাতে দেয়া হচ্ছে। ডাচ বাংলা ব্যাংকের প্রতিষ্ঠা হয় সাহেবউদ্দিন আহমেদ ও একটি ডাচ কোম্পানীর হাত ধরে ১৯৯৬ সালের ৩ জুন৷ বাংলাদেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংক গুলোর মধ্যে বর্তমানে ডাচ বাংলা ব্যাংকের কার্যক্রম বেশ জনপ্রিয়তা পেয়েছে৷ বিশেষ করে এর লোন বিভাগ  বেশ কিছু খাতে লোন দিয়ে থাকে। আপনি যদি ডাচ বাংলা ব্যাংক লোন ২০২৩ (Dutch Bangla Bank Loan 2023) নেওয়ার উপায় সম্পর্কে অনুসন্ধান করে থাকেন তবে এ সম্পর্কে বিস্তারিত জানবেন এই পোষ্টে।

এটি যৌথ উদ্যােগে গড়ে উঠা একটি ব্যাংক৷ ১৯৯১ সালের কোম্পানী আইন অনুযায়ী ডাচ বাংলা ব্যাংক গড়ে উঠে। যা ১৯৯৪ সালে পাবলিক লিমিটেডে কোম্পানি হিসেবে অন্তর্ভুক্ত হয়। এছাড়া ডাচবাংলা ব্যাংক ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এর তালিকায় রয়েছে। ডাচবাংলা ব্যাংক, DBBL নামেও অভিহিত। আজকে আলোচনা করব DBBL লোন নিয়ে বিস্তারিত।

ডাচ বাংলা ব্যাংক লোন ২০২৩ যে সব খাতে দেওয়া হয়

সকল বেসরকারি ব্যাংক এর মতই DBBL কিছু নির্দিষ্ট বিষয়ের উপর লোন দেয়। যা কোন ব্যক্তিকে তার ও দেশের উন্নায়ণে সহযোগীতা করে। ডাচ বাংলা ব্যাংক লোন ২০২৩ এ যেসকল খাতে দেয়: 

  1. ব্যবসা লোন
  2. স্যালারি লোন
  3. প্রবাসী লোন এবং
  4. শিক্ষা লোন

বর্তমান আর্টিকেলে সকল লোন নিয়ে আলোচনা করা হবে। কেনোনা যে কোন ব্যাংক বা সংস্থা থেকে লোন নিতে হলেই কিছু শর্ত পূরণ করতে হয়। এবং এই নিয়ে আগে থেকে জেনে রাখাই ভালো। কারণ প্রত্যেক ব্যাংকের নিয়ম-নীতি আলাদা হয়ে থাকে৷

DBBL ব্যবসা লোন

ব্যবসা বাণিজ্যের বিস্তৃতি ঘটায় ব্যবসা লোন নেওয়ার প্রবণতা বর্তমানে বেড়ে চলেছে। বিশেষ করে এখন দেশে পোশাক শিল্পে অগ্রসরতা লক্ষনীয় ভাবে বেড়েছে। এর ফল স্বরূপ বাংলাদেশের বেসরকারি বাণ্যিজিক ব্যাংক গুলো উদ্দোক্তাদের জন্যে লোন দিচ্ছে যা ব্যবসা লোন হিসেবে পরিচিত। এই লোনের মাধ্যমে সর্বনিম্ন  ৫০,০০০ /- হতে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা লোন নিতে পারবেন৷ মাসিক কিস্তিতে এই লোন শোধ করা যায়। এই লোনের জন্যে পরিশোধ মেয়াদ ৫ বছর। এই লোন আবেদনের ১৫ অথবা ২০ কার্য দিবসের মধ্যে  কার্যকর করা হয়। আপনি যে কোন ব্যবসা করতে চাইলে এই লোন নিতে পারেন। বিশেষ করে শিক্ষা, পোশাক, শিল্প প্রতিষ্ঠান,প্রফেশনাল অফিস খুলতে অথবা চিকিৎসা বিষয়ক ব্যবসায়ীক প্রতিষ্ঠানের জন্যে এই লোন গ্রহণীয়৷ ডাচ বাংলা ব্যাংক লোন ২০২৩ (Dutch Bangla Bank Loan 2022) এ নিতে হলে হলে একজন ব্যক্তিকে যে সব  শর্ত পূরণ করতে হবে তাহলো-

  • DBBL -এ একাউন্ট থাকতে হবে।
  • বাড়ি থাকলে বা  যে  পেশায় নিয়োজিত অথবা ব্যবসায়ী হতে হবে।
  • বাংলাদেশের  নাগরিক হতে হবে।
  • প্রসেসিং ফী ১%।
  • আপনার বয়স সীমা হতে হবে ১৮-৬০ বছরের মধ্যে।
  • মাসিক আয়  নূন্যতম ২০ হাজার টাকা।
  • যে সকল কাগজপত্র  দেখাতে হবে-
  • বিজন্যাস কার্ড।
  • এক বছরের ব্যাংক হিসেব।
  • আপনার ছবি।
  • পেশাদার কাজের জায়গার  আইডি কার্ড ও বেতন হিসেব। 
  • টি এন্ড টি।
  • ইউটিলিটি বিলের  কপি।
  • ট্যাক্স রসিদ।
  • ট্রেড লাইসেন্স।
  • ন্যাশনাল আইডি কার্ড  অথবা পাসপোর্ট কপি।
  • এবং ব্যাংক কর্তৃক বিশেষ কোন কাগজপত্র চাইলে।

DBBL স্যালারি লোন

মাসিক বা বার্ষিক বেতন এর উপর স্যালারি  লোন নির্ভর করে। সম্পূর্ণতার সময়  লোনের পুরো অংশ নেওয়া  যাবে মাসিক কিস্তির মাধ্যমে।এই লোন অনুমোদনে ১৫ দিন সময় লাগে। যে নিবে তার  মাসিক উপার্জনের উপর নির্ভর করে সে কত  লোন পেতে পারে।  এখানে সবচেয়ে ভালো সুবিধা হলো যত কম সময়ে আপনি লোন শোধ করবেন আপনার  সুদের হার  কম হবে। পরিবর্তনশীলতার উপর মুনাফার হার থাকতে পারে ৯ শতাংশ।

এই লোন নিতে যে সকল শর্ত পূরণ করতে হবে-

  1. বয়স সীমা ১৮-৬০ বছর।
  2. DBBL একটি একাউন্ট থাকা চাই।
  3. মাসিক বেতন চাইতে পারে ১০,০০০ টাকা।
  4. ২০ লক্ষ  টাকা নেওয়া যায় সর্বোচ্চ।
  5. এই লোনের জন্যে  নিরাপত্তা দেখাতে হয়।

যে সকল কাগজপত্র প্রয়োজন হয় তাহলো-

  • এন আইডি অথবা পাসপোর্ট  কপি।
  • ছবি ১ কপি। (পাসপোর্ট সাইজ)।
  • নিরপত্তা।
  • চাকরির জায়গার আইডি কার্ডের কপি,বেতন এর স্লিপ।
  • ব্যক্তিগত গ্যারান্টি।
  • নূন্যতম ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট।
  • আপনি প্রফেশনাল হলে তার সার্টিফিকেট।
  • ই-টিন এর সার্টিফিকেট।
  • পেশা ও আয়ের প্রমাণ।
  • ব্যাংক চাইলে অন্য কাগজপত্র।

প্রবাসী লোন ডাচ বাংলা ব্যাংক

প্রবাসী বা রেমিট্যান্স যোদ্ধারা বিভিন্ন কারণে লোন নিয়ে থাকে। এর মধ্যে DBBL প্রবাসীদের জন্যে  বিশেষ লোন প্রদান করে থাকে। DBBL প্রবাসী লোন গ্রহণে যে সব শর্ত পূরণ করতে হয়-

  1. ১৮ বছর বয়স হতে হয়।
  2. লোন শোধ করতে সক্ষম এমন  ব্যক্তিকে গ্যারান্টার করতে হবে।
  3. লোন গ্রহীতার পাসপোর্টের সত্যায়িত ফটো কপি।
  4. বৈধ ভাবে রেমিট্যান্স পাঠানোর প্রমাণপত্র
  5. যে  শাখা থেকে লোন নিবে তার অধিনে স্থায়ী বাসিন্দা হতে হবে।

শিক্ষা লোন DBBL

শিক্ষা খরচ, টিউশন ফী, উচ্চশিক্ষা ক্ষেত্রে সহযোগীতা পূর্বক এই লোন দেওয়া হয়ে থাকে। এই লোনটি সুরক্ষাহীন ভাবে বা নিরাপদ দুটোই হতে পারে। অর্থাৎ কেউ চাইলে বন্ধকী রাখার মাধ্যমে এই লোন নিতে পারে আবার অনেক সময় না দেখিও নিতে পারে। শিক্ষার্থীর শিক্ষা জীবনের খরচ শিক্ষা লোনের মাধ্যমে বহন  করা হয়। তবে শিক্ষা গ্রহণ শেষ হলে নির্দিষ্ট সময়ের মাঝে পেশা জীবনে প্রবেশ করে  লোন শোধ করতে হয়। ডাচ বাংলা ব্যাংক শিক্ষা লোন ২০২৩ (Dutch Bangla Bank Loan 2022 for students) শিক্ষার্থীদের পক্ষ হতে অভিভাবকদেরর নিয়ে থাকা হয়। যা যা লাগবে:

  • শিক্ষা লোন নিতে যেসব  কাগজপত্রের দরকার হয়-
  • এন আই ডি বা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট এর ফটো কপি
  • স্থায়ী নাগরিকত্বের প্রমাণ হিসেবে ওয়ার্ড কমিশনারের  কর্তৃক ছবি যুক্ত সনদ।
  • শিক্ষার্থীদের  পিতা-মাতার ডকুমেন্টস।
  • দুই কপি রঙিন ছবি।
  • বাড়ির মালিক হলে তার দলিল,ভাড়াটিয়া হলে ভাড়া চুক্তি প্রমাণ।
  • টি আই এন সংক্রান্ত কাগজপত্র।
  • চাকরিজীবী হলে আইডি আর ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স।
  • ছয় মাসের ব্যাংক হিসেব।
  • লোন নিতে অন্য কাগজ পত্র চাইলে লোন বিভাগ তা।
  • অবশেষে ব্যাংক উক্ত কাগজপত্র ছাড়া  কোন কাগজপত্র চায় তা সরবারাহ করা।

এর বাইরে  শিক্ষা লোন আবেদনের জন্যে আপনাকে অবশ্যই কোন শিক্ষা প্রতিষ্ঠানে আছেন এমন প্রমাণ দেখাতে হবে। এবং প্রমাণ পূর্বক আপনার ডিপার্টমেন্ট এর প্রধান বা প্রিন্সিপালের প্রদানকৃত রিটেন প্রত্যায়ন পত্র প্রদর্শন করতে হতে হবে। এবং আপনার প্রতিষ্ঠানের আইডি কার্ড প্রদান করতে হবে।

আমাদের কথা

(DBBL) ডাচ বাংলা ব্যাংক লোন ২০২৩ করা হতে পারে একটি সঠিক সিদ্ধান্ত । আমরা Dutch Bangla Bank Loan 2022 নিয়ে উপরের আলোচনায়  জানলাম। বর্তমানে চাহিদা অনুযায়ী বেসরকারি  ব্যাংক গুলো অনেক লোন দিয়ে থাকে। কেনো না করোনা ভাইরাসের প্রভাব,শিল্পে অগ্রসরতা,উন্নত প্রযুক্তির বিকাশ,  রপ্তানি হার বৃদ্ধি  ও দেশে বিনিয়োগের প্রবণতা বৃদ্ধি পাওয়াতে লোন নিচ্ছে গ্রাহকরা। সেক্ষেত্রে  ডাচ বাংলা ব্যাংক ও রয়েছে এগিয়ে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *