‘ভাতিজা’ আমাদের সবার একজন আদরের জন। তাই সুন্দর দেখে বাচাই করে নিন ভাতিজার জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস এখান থেকেই। জন্মদিন আমাদের সবার জীবনে একটি বিশেষ দিন। তাই আমরা প্রত্যাশা করি আমাদের জন্মদিনে আমাদের প্রিয়জনরা শুভেচ্ছা জানাক।
আবার আমাদের প্রিয়জনেরাও আমাদের থেকে এই আশা করে যে আমাদের কাছ থেকে তারা শুভেচ্ছা পাবে। অনেকের ভাষাগত ভালো দক্ষতা না থাকায় বা গুছিয়ে বলতে না পারায় প্রিয়জনদের জন্মদিনে গুছিয়ে লিখে শুভেচ্ছা জানাতে পারে না।
প্রিয় ছোট সোনা মণি তোমাকে জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা ৷ যেদিন তুমি জন্মালে সেদিন আমাদের পরিবারের আকাশে যেনো আরো একটি সূর্য উঠলো। যেটি আমাদের পুরো পরিবারকে আরো আলোকিত করে তুললো। তোমার আগমণ দিনটি তাই আমাদের কাছে একটি বিশেষ দিন। অনেক সুখী হও জীবনে। বড় হয়ে একজন ভালো মানুষ হওয়ার মাধ্যমে আমাদের সকলের মুখ উজ্জ্বল করো বাবা।
জানি একদিন তুমি অনেক বড় হয়ে যাবে। আমাদের মত বুড়িয়ে যাবে। তাও মনে রেখো তুমি তোমার চাচু-ফুফিদের কাছে বরাবরের মতই ছোট্ট সোনাটা থাকবে। আজকে তোমার জন্মদিনে তুমি আমাদের জীবনে যে খুশির বন্যা নিয়ে এসেছিলে একদিন,তেমনি করে সারাটি জীবন তোমাকেও আমরা খুশি দেখতে চাই। তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো আমাদের দোয়া তোমার কপাল ছুঁয়ে থাকবে সব সময়। নিজেকে একজন সৎ, সুন্দর মানুষ হিসেবে গড়ে তুলো তুমি এই কামনা করি শুধু। শুভ জন্মদিন আদরের খোকা। অনেক ভালোবাসা নিও।
আপনি পড়ছেন ভাতিজার জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস সম্পর্কে।
জীবনটা একটা বিশাল নদীর মত, আর সেই নদী পাড়ি দিতে যে বাহনটি সব থেকে জরুরি তা হলো নৌকো। পরিবার হলো মানুষের জীবনের সেই নৌকো যার সহযাত্রীদের সাথে আমরা হেসে খেলে একটা বিশাল নদী পার করে ফেলি। আমাদের এই জীবন নদীতে, আমাদের নৌকোয় যেদিন তুমি আমাদের সহযাত্রী হয়ে আসলে সেদিনটি ছিলো আমাদের জীবনে সব থেকে খুশির দিন। আল্লাহ যেনো একরাশ বসন্তের হাওয়া আমাদের মধ্যে বইয়ে দিলেন তোমার জন্মের সাথে সাথে। তাই সেদিন থেকে আজ পর্যন্ত আমাদের জীবনে হাসি-আনন্দের কোন কমতি হয় নি। তাইতো তুমি আমাদের কাছে এত স্পেশাল। এত আদরের। এই আদর-ভালোবাসা তোমার জীবন রাঙ্গিয়ে রাখুক শেষ দিনটি অব্দি। তোমার চাচু-ফুফিরা তোমাকে খুব ভালোবাসে ছোট্ট সোনা। কখনো নিজেকে একা ভেবো না। জীবনের কঠিন মূহুর্ত গুলোতে আমরা সব সময় তোমার পাশে থেকে হাত ধরে থাকব বাবা। তোমার জন্মদিন তাই আমাদের ভালোবাসায় স্নিগ্ধ হোক। শুভ জন্মদিন।
শুভ জন্মদিন খোকা। আজ তোমার জন্মদিন। জন্মদিন কোন সাধারণ দিনের মত হয় না। একটি শিশুর জন্ম সকলের পরিবারেই সুখের ছোঁয়া বয়ে আনে। তেমনি তুমিও একদিন এনে ছিলে। আমাদের জীবনের শেষ দিনটি অব্দি যেনো এই খুশি ধরে রাখো আল্লাহর কাছে এই ফরিয়াদ করি। তোমার সকল সৎ চাওয়া পূরণ হোক। পরম করুণাময় তোমাকে সুস্বাস্থ্যের অধিকারী করুক। জীবনের শেষ দিনটি অব্দি যেনো তুমি সুস্থতার সাথে বাঁচো এই দোয়া করি। যেভাবে তুমি তোমার ছোট বেলায় হেসে খেলে আমাদের মাতিয়ে রেখেছিলে তেমনি আমরা বৃদ্ধ হলেও আমাদের হাত ছেড়ো না। আমরাও সব সময় তোমার ছায়া হয়ে থাকব। নিজেকে ভালো রেখো। অনেক ভালোবাসা সোনা।
আপনি পড়ছেন ভাতিজার জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস সম্পর্কে।
শুভ জন্মদিন আমাদের রাজকুমার। আদরের সোনামণি তোমার কপালে অনেক চুমু। তোমার জন্ম আমাদের কাছে সব চেয়ে আনন্দময় দিন। এই দিন তুমি আমাদের চাচা/ফুফি হওয়ার স্বাদ অনুভব করিয়েছিলে। তোমার জন্মের সাথে সাথে হৃদয়টা তাই এত বড় হয়ে গিয়েছিলো আমাদের সবার। আমাদের সব থেকে আনন্দের দিনটি তাই আমরা উৎযাপন করতে কখনোই ভুলি না। তোমার মত একজন মানুষ আমাদের আদরের ভাতিজা তাই আমরা সব সময় গর্ব অনুভব করি। আশা করি সামনের দিন গুলোতেও তুমি তোমার এই ভালো গুণ গুলি ধরে রাখতে সক্ষম হবে। আপন আলোয় আলোকিত করবে সকলকে।
শুভ জন্মদিন প্রিয় ভাতিজা। তুমি কি জানো আমাদের কাছে পৃথিবীর সব চেয়ে সুন্দর ছেলেটি তুমি? তোমাকে পেয়ে তাই আমরা ধন্য। তোমার আগমনী দিনটি আমাদের কাছে সব সময়ই একটি বিশেষ দিন। কারণ তুমি না থাকলে আমরা বুঝতাম না যে জীবন এত সুন্দর হতে পারে। তোমার হাসি মাখা মুখ যখন দেখি তখন সকল কষ্ট আমাদের দূর হয়ে যায়। তাই যেনো তোমাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। তাই সব সময় তোমার সুন্দর একটি ভবিষ্যৎ কামনা করি। যাতে তুমি সফল হতে পারো।
শুভ জন্মদিন আদুরে বাচ্চা। তুমি আমাদের জীবনে পাওয়া সব চেয়ে দামি এবং সুন্দর উপহার। তাই তুমি আমাদের কাছে সব সময় যত্নের একজন। আজকে তোমার জন্ম দিনে তোমাকে বুক ভরা ভালোবাসা। যেহেতু তুমি আমাদের জন্যে সব চেয়ে দামি উপহার তাই আমরা আশা করি তুমি সব সময় তাই থাকবে। সকলকে তোমার ভালো কাজ গুলোর মাধ্যমে খুশি রাখবে। সৎ জীবন যাপনের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করবে। তোমার সব রকম কল্যাণের জন্যে দোয়া করি আল্লাহর কাছে। অনেক ভালো এবং খুশি থাকো সোনা।
আপনি পড়ছেন ভাতিজার জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস সম্পর্কে।
প্রিয় ছোট্ট সোনা মণি,জন্মদিনের অনেক শুভেচ্ছা নাও। আজকে একটি বিশেষ দিন আমাদের পরিবারের সকলের কাছেই। তবে বিশেষ করে আমি তোমার চাচু আমার কাছে একটি সেরা দিন এটি। কারণ তোমাকে পেয়ে আমি কতটা গর্বিত তা তুমি হয় তো জানো না। তুমি একজন আদর্শ মানুষ হও এই প্রত্যাশাই কেবল করি। আজকের এই আনন্দঘন সুন্দর দিনটি অনেক ভালো কাটুক তোমার। আদর নিও।
জন্মদিন সকলের জীবনেই একটি আনন্দের দিন। জন্মদিনে তাই অনেক আনন্দ করতে হয়,খুশি থাকতে হয়। তাই আজকের দিনটি যেভাবে খুশি তুমি উৎযাপন করো প্রিয় ভাতিজা৷ আমার দোয়া তোমার পাশে থাকবে। আমি সব সময় মনে রাখি তুমি আমার কাছে একটি হীরারটুকরার মত দামি। তাই কখনো তুমি কষ্ট পাও এমন কিছু আমার দ্বারা করা সম্ভব না৷ আশা করি তুমি সৎ পথে থেকে আমাদের আরো গর্বিত করবে। আল্লাহ তোমাকে অনেক ভালো রাখুন। শুভ জন্মদিন।
শুভ জন্মদিন বাবা৷ আজকের দিনটি তোমার সব চেয়ে আনন্দে কাটুক। আজকের দিনের গুরুত্ব আমি তোমাকে লিখে প্রকাশ করতে পারব না। কিন্তু এটা মনে রেখো আমার দোয়ার হাত কখনো তোমার মাথা থেকে সরবে না। আমি সব সময় তোমাকে এভাবেই ভালোবেসে যাব। তাই জীবনের যেকোন কঠিন সময়ে আমি তোমার পাশে আছি এই কথাটি মনে রেখো৷ তোমার চাচ্চুর পক্ষ থেকে অনেক শুভকামনা নাও।
এভাবে আপনি ও আপনার প্রিয় ভাতিজার জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস দিয়ে ভালোবাসা প্রকাশ করতে পারেন। প্রযুক্তি সম্পর্কিত ব্লগ পেতে ভিজিট করুন।