বাংলালিংক আমার টিউন লিস্ট ২০২৩

ওহে বন্ধু, আপনার অনুসন্ধান যদি হয় “বাংলালিংক আমার টিউন লিস্ট” সম্পর্কে আমার টিউন পরিসেবা সম্বলিত কোনো প্রশ্ন মনের মধ্যে থাকে তবে মিলিয়ে দেখুন এখানে উত্তর আছে কিনা। থাকছে পরিসেবাটি বন্ধ এবং চালু করার উপায় সহ যদি না থাকে তবে কমেন্ট লিস্টে আপনার প্রশ্নটি লিখুন। কল করার মুহূর্তে প্রিয়জনকে ওপাশ থেকে পছন্দের অডিও ধরণের শুনাতে এর এই আয়োজন।

আপনার পছন্দের গজল, গান ইত্যাদি নানান ধরণের অডিও টিউন সেট করতে পারবেন। এটির একটি মাসিক সাবস্ক্রিপশন খরচ রয়েছে যা আপনি এটি ব্যবহার শুরু করার আগে আপনাকে দিতে হবে। এই সম্বলিত কিছু প্রশ্ন এবং উত্তর পাবেন এখানে।

বাংলালিংক আমার টিউন চালু করার কোড

বন্ধু, তিনটি উপায়ে আপনি পরিষেবাটি চালু করতে পারবেন। নিম্নে তিনটি পদ্ধতি দেওয়া হলো:

এসএমএস: আপনি যদি এসএমএসের মাধ্যমে আমার টিউন পরিষেবাটি সক্রিয় করতে চান তাহলে আপনাকে  ” start” লিখে ২২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

আইভিআর: আপনি যদি আইভিআর থেকে আমার টিউন পরিষেবাটি সক্রিয় বা নিষ্ক্রিয় করতে চান তবে ২২২২ এ কল করুন।

ইউএসএসডি:

আপনি ইউএসএসডি কোড থেকে পরিষেবাটি সক্রিয় বা নিষ্ক্রিয় করতে পারেন। এবং ইউএসএসডি কোডটি *২২২২#

বাংলালিংক ওয়েলকাম টিউন চালু করার নিয়ম?

যদি আপনি এস এম এসের মাধ্যমে বাংলালিংক ওয়েলকাম টিউন চালু করতে চান তবে মেসেজ অপশন এ গিয়ে “start” লিখে ২২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে অথবা আইভিআর থেকে আমার টিউন পরিষেবাটি সক্রিয় করতে  ২২২২ এ কল করুন।

বাংলালিংক আমার টিউন লিস্ট

ইসলামিক হামদ নাত?

নিম্নোক্ত গানগুলিকে আমার টিউন পরিষেবাতে সেট করতে,  একটি “এসএমএস” করতে হবে সেটা হল এই ভাবে “DOWN” লিখে এসএমএস পাঠান ২২২২ নাম্বারে।

  • Amader Khali hat – Maruf: Banglalink Code: 547209
  • Bagan Vora Ful – Badhon: Banglalink Code: 547211
  • Allah Tomar Rahmater e – Shohag: Banglalink Code: 547206

বাংলালিংক আমার টিউন  গানের কোড?

Find<স্পেস><গানের নাম> পাঠিয়ে দিন শর্ট কোড ২২২২২-তে

স্পেসিফিক নম্বর/ মানুষের জন্য গান সেট করতে?

RBT<স্পেস><বি পার্টি নম্বর> পাঠিয়ে দিন শর্ট কোড ২২২২২-তে

বাংলালিংক আমার টিউন বন্ধ করার নিয়ম?

STOP লিখে পাঠিয়ে দিন শর্ট কোড ২২২২২-তে

বন্ধু, সম্বলিত সম্ভাব্য কিছু প্রশ্নোত্তর দেওয়া হয়েছে শুধু। আপনি যদি আরও কোনো জানতে চান তবে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পোষ্টটি ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ এ লাইক দিয়ে পাশে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *