আপনি যদি অনুসন্ধান করে থাকেন স্কাউটিং কি ও কেন এবং স্কাউটিং এর উপকারিতা সম্পর্কে তবে সঠিক জায়গায় এসেছেন। স্কাউট সম্পর্কে থাকছে নানা জানা অজানা তথ্য এই পোষ্টে।
স্কাউটিং কি ও কেন
স্কাউটিং বিশ্বব্যাপী একটি যুব সংগঠন। এর উদ্দেশ্য হল যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে গড়ে তোলা যাতে তারা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। 1908 সালে, লর্ড ব্যাডেন পাওয়েল স্কাউট আন্দোলন শুরু করেন। তিনি ব্রিটিশ সেনাবাহিনীতে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ছিলেন। বর্তমানে, 100 মিলিয়ন স্কাউট এবং গাইড বিশ্বের বিভিন্ন স্কাউটিং সমিতির প্রতিনিধিত্ব করে। বাংলাদেশ স্কাউটস বাংলাদেশের জাতীয় স্কাউট সংগঠন। 2015 সালের হিসাবে বাংলাদেশে মোট স্কাউটের সংখ্যা 1,474,480। আশাকরি এখন আপনি স্কাউটিং কি তা বুঝতে পেরেছেন এবার জানবেন কেন করা হয় ।
স্কাউটিং এর উপকারিতা
সেবাই মানব জীবনের একমাত্র ব্রত। মানুষের হৃদয়ের সমস্ত তৃপ্তি, সুখ এবং সাফল্য সেবার মধ্যে নিহিত। স্কাউট আন্দোলন 1908 সালে ব্রাউন সাগরের ইংরেজ দ্বীপে রবার্ট স্টিফেনসন স্মিথ, গিলওয়েলের লর্ড ব্যাডেন পাওয়েল দ্বারা ‘পরিষেবা’ নীতির সাথে গঠিত হয়েছিল।
মাত্র ২০ জনখ কিশোর নিয়ে প্রথম যাত্রা খশুরু হয়েছিল। আজ বিশ্বের ১৬৯টি দেশে স্বীকৃতভাবেখ ৪০ মিলিয়নের অধিক স্কাউটারখ রয়েছে, যারা বিশ্বের আনাচে-কানাচে নিরলসভাবেখ আর্তমানবতার সেবায়খ নিয়োজিত।
আনন্দের বিষয়খ হল, এক শতাব্দী পরও বিশ্বেখ স্কাউটদের সংখ্যাখ চক্রবৃদ্ধিহারে বাড়ছে। বর্তমানেখ বাংলাদেশে প্রায় ১৬ লক্ষাধিকখ স্কাউট রয়েছে। মাননীয়খ প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রীখ শেখ হাসিনা ২০২১ সালের মধ্যেখ ২১ লাখ স্কাউট তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেনখ এবং সার্বিক দিক-নির্দেশনা ও সহযোগিতাখ করে যাচ্ছেন। কেনখ এই অগ্রযাত্রা আর কেনই বা শিশু-কিশোর-যুবকদের এতখ আগ্রহ স্কাউট আন্দোলনের প্রতিখ এবং কি থাকছে স্কাউটিং এর উপকারিতা, আসুন জেনে নেয়া যাক।
স্কাউটিং এমন একটি আন্তর্জাতিক, শিক্ষামূলক ও অরাজনৈতিক আন্দোলন- যার মাধ্যমে শিশু, কিশোর ও যুবকদের শারীরিক, মানসিক, সামাজিক, বুদ্ধিভিত্তিক ও আধ্যাত্মিকভাবে যোগ্য করে গড়ে তোলা হয়।
এটি বিশ্বের একমাত্র সংগঠন, যেখানে যোগদান করতে হলে আত্মশুদ্ধি পালন করতে হয়। আগ্রহীদের অতীত জীবনের সব বদঅভ্যাস পরিত্যাগ করার শপথ নিতে হয়। মদ, জুয়া, যৌনতা, শঠতা ও নাস্তিকতা নামের পাঁচটি শিলাখণ্ড থেকে জীবনতরীকে রক্ষা করতে হয়। স্কাউট-প্রতিজ্ঞা অনুযায়ী জীবন পরিচালনা করতে হয়। স্কাউট-প্রতিজ্ঞাটি হল-
আমি আমার আত্মমর্যাদার ওপর নির্ভর করে প্রতিজ্ঞা করছি যে, আল্লাহ ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে, সর্বদা ওপরকে সাহায্য করতে ও স্কাউট আইন মেনে চলতে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব।”
স্কাউটের ৭টি আইন রয়েছে, এগুলো হল-
- স্কাউট আত্মমর্যাদায় বিশ্বাসী
- স্কাউট সবার বন্ধু
- স্কাউট বিনয়ী ও অনুগত
- স্কাউট জীবের প্রতি সদয়
- স্কাউট সদা প্রফুল্ল
- স্কাউট মিতব্যয়ী
- স্কাউট চিন্তা, কথা ও কাজে নির্মল।
স্কাউটের ৩টি মূলনীতি রয়েছে, এগুলো হল-
- সৃষ্টিকর্তার প্রতি কর্তব্য
- নিজের প্রতি কর্তব্য এবং
- অপরের প্রতি কর্তব্য।
স্কাউটিং এর উদ্দেশ্য হল উপরোক্ত প্রতিশ্রুতি, আইন ও নীতি যথাযথভাবে পালনের মাধ্যমে সেবা প্রদান করা। তারপরেও আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি কেন স্কাউটিং করছি, আমি অধ্যাপক আনিসুজ্জামানের সাথে একমত হয়ে বলব যে আপনাকে এটা করতে কে বলেছে! স্কাউটিং তারাই করবে যারা সমাজ ও রাষ্ট্রের সেবায় নিজেকে উৎসর্গ করার মানসিকতা রাখে; দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন।