১০০+ শহীদ দিবসের শুভেচ্ছা স্ট্যাটাস, উক্তি, কবিতা (২১শে ফেব্রুয়ারী ২০২৪)

আপনি যদি আজকের এই দিবসের দিনটিতে ২১ (একুশ) শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা শহীদ দিবস উপলক্ষে ফেসবুক শুভেচ্ছা স্ট্যাটাস, কবিতা, ছন্দ ২০২৪ অনুসন্ধান করে থাকেন তবে সঠিক জায়গায় এসেছেন।

শহীদ দিবসের স্ট্যাটাস

আমার% ভাইয়ের রক্তে %রাঙানো একুশে %ফেব্রুয়ারী
আমি %কি ভুলিতে %পারি!

প্রান টা জুড়িয়ে যায় – যখন %শুনি গ্রাম বাংলার গান । কি %মধুর বাংলা গানের শুর । মন %ভরে যায়, যখন প্রান %খুলে কথা বলি মায়ের %ভাষায় । গর্ভে বুকটা %ভরে যায় , তাদের জন্য – যারা জীবন %করেছে দান ভাষার %জন্য ।

মা যেমন %আমাদের সবার কাছে %সবথেকে আপন তেমনি আমাদের %মার্তৃভাষা আমাদের কাছে সবথেকে %আপন। কখনো এটি %উপেক্ষা করে থাকা %যাই না আর থাকা %উচিতও নয়। এই ২১শে %ফেব্রুয়ারী উপলক্ষে আমাদের %সবার একটি প্রতিজ্ঞা% হওয়া উচিত আমাদের মার্তৃভাষাকে %সবসময় সম্মান দেয়া।

বাংলায় কথা বলি, বাংলাকে %সমৃদ্ধ করি। যে ভাষার ভালোবাসায় %বুকের তাজা রক্তের দাগ %লেগে আছে। সেই ভাষাকে সম্মান %করি। বাংলা ভাষা তা %হোক আঞ্চলিক বা প্রমিত%। বাঙালির পরিচয় %বাংলায়। বাঙালির %অহংকার বাংলা। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা %দিবসের শুভেচ্ছা।

ভাষা আছে বলেই %বেঁচে আছে মানুষ%। ভাষার জন্য %নিবেদিত সকল শহীদের %এই ২১শে ফেব্রুয়ারির দিন %শ্রদ্ধা এবং বিনয়ের সাথে %স্মরণ করছি।

কোন %ভাষা যেন এই %পৃথিবী থেকে হারিয়ে %না যায়। %প্রত্যেকে যেন তাঁর মাতৃভাষায় %নিজের মতামত প্রকাশ করতে %পারে এই কামন করি। %সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের %অনেক অনেক শুভেচ্ছা।

২১শে ফেব্রুয়ারি স্ট্যাটাস

আজ _একুশে ফেব্রুয়ারি, এই দিনে _লক্ষ কোটি বাবা মা _ভাই বোনদের রক্তের বিনিময়ে আমাদের _এই সোনার বাংলা ভাষা । _এই দিনটির অপেক্ষায় _আমরা কোটি মানুষ _লক্ষ ফুল হাজার _তোড়া নিয়ে জানাই _তাদের শুভেচ্ছা । _আমরা তাদের কখনো _ভুলবো না ।

আন্তর্জাতিক _মাতৃভাষা দিবসের একটি _দুর্দান্ত ইতিহাস রয়েছে। এটি পূর্বে _ভাষা দিবস নামে _পরিচিত ছিল যা একটি _বাংলা শব্দ যার অর্থ _ভাষা দিবস। ১৯৫২ _সালের ভাষা আন্দোলনের সময় _আত্মত্যাগী আত্মার প্রতি _শ্রদ্ধা জানিয়ে লোকেরা _এই দিবসটি পালন করে। _এই দিনটিতে আমরা _সকল শহীদেরকে বিনয়ের _সাথে স্মরণ করি _এবং তাদের আত্মার মাগফিরাত _কামনা করি।

ভাষা একে _অপরের সাথে যোগাযোগের _এক উপায় হতে _পারে তবে মাতৃভাষা _এমন একটি বিষয় _যা আমাদের সংস্কৃতির _সাথে আমাদের _সংযুক্ত করে। শুভ _আন্তর্জাতিক মাতৃভাষা _দিবস।

২১শে ফেব্রুয়ারি স্ট্যাটাস ২০২২
২১শে ফেব্রুয়ারি স্ট্যাটাস ২০২২

আপনি পড়ছেন ২১ (একুশ) শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা শহীদ দিবস উপলক্ষে ফেসবুক শুভেচ্ছা স্ট্যাটাস, কবিতা, ছন্দ ইত্যাদি। এ সম্পর্কিত আরো পোষ্ট নিয়ে আপডেট কিছু পড়তে Sujon Blog নিয়মিত ভিজিট করুন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্ট্যাটাস

মাতৃভাষা 0আমাদের সবার কাছে 0প্রিয় তাই সবার 0কাছেই এটি বিশেষ 0কিছু। আপনাদেরকে আন্তর্জাতিক 0মার্তৃভাষা দিবসের অসংখ 0শুভেচ্ছা।

ভাষা নিজেকে 0প্রকাশের উপায় হিসাবে সংজ্ঞায়িত 0করা হয় এবং 0মাতৃভাষা এমন একটি 0ভাষা যা আমাদের অনন্য সংস্কৃতির 0সাথে আমাদের সংযুক্ত 0করে। শুভ আন্তর্জাতিক 0মাতৃভাষা দিবস।

আমাদের 0মাতৃভাষা হ’ল যা 0আমাদের পরিচয় দেয় এবং 0আমাদের অবশ্যই সর্বদা এটির 0জন্য গর্বিত হওয়া উচিত। আপনাকে 0অনেক শুভ আন্তর্জাতিক 0মাতৃভাষা দিবসের 0শুভেচ্ছা।

২১শে ফেব্রুয়ারি ছন্দ, উক্তি, কবিতা

রফিক, সালাম, 0বরকত, 0আরো হাজার 0বীর সন্তান,
করলো 0ভাষার মান 0রক্ষা বিলিয়ে 0আপন প্রান ,
যাদের 0রক্তে রাঙ্গানো 0একুশ ওরা যে অম্লান0,
ধন্য আমার 0মাতৃভাষা ধন্য তাদের 0প্রান ।

1রক্তে কেনা 1বাংলা আমার লক্ষ 1শহীদের দান,
1তবুও কেনো 1বন্ধু তোমার বিদেশের 1প্রতি টান ?
1সকাল বেলা 1পান্তা খেয়ে 1বৈশাখের ওই দিনে ,
1বিকেলে আবার উঠছো 1মেতে ইংলিশ হিন্দি 1গানে ।

বাংলাদেশের 1সোনার ছেলে 1ভাষা শহীদের 1দল,
জীবন 1দিয়ে এনে 1দিলো বাংলা ভাষার 1ফল।
তাঁদের 1দানে আজকে আমারা 1স্বাধীনভাবে কথা বলি,
সেই 1সোনার ছেলেদের ত্যাগের 1কথা কেমন করে ভুলি1!

রক্তে 2কেনা বাংলা 2আমার লক্ষ 2শহীদের দান,
তবুও 2কেন বন্ধু 2তোমার বিদেশের 2প্রতি টান?
সকাল 2বেলা পান্তা 2খেয়ে বৈশাখের ঐ 2দিনে,
বিকেলে আবার 2উঠছো মেতে ইংলিশ 2হিন্দি গানে!

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে উক্তি, ছন্দ কবিতা

জীবন 2দিয়েছে 2দেয়নি তবু
বাংলা 2ভাষার 2মান।
নির্ভয়ে 2তাই গাইতে 2পারি
বাংলা 2ভাষার গান।

ফাল্গুন 3মানে বর্ণ 3মালার খেলা,
3ফাল্গুন মানে 3হাজার ফুলের মেলা,
ফাল্গুন 3মানে ফুটন্ত 3লাল গোলাপ,
ফাল্গুন 3মানে স্বাধীনতার 3আলাপ,
ফাল্গুন 3মানে ভাষার 3মেলা
আমার তোমার 3সবার।
সবাইকে 3জানাই ২১শে ফেব্রুয়ারীর 3শুভেচ্ছা।

বাংলাদেশের সোনার 3ছেলে,
ভাষা 3শহীদের দল3
জীবন 3দিয়ে এনে 3দিলে বাংলা ভাষার 3ফল…
তাদের 3দানে আজকে 3মোরা
স্বাধীন 3ভাবে বাংলা 3বলি।
সেই 3বীরদের ত্যাগের 3কথা
কেমন 3করে ভুলি।

রফিক3, সালাম, 3বরকত
আরো 3হাজার বীর 3সন্তান,
করলো 3ভাষার মান 3রক্ষা
বিলিয়ে 3আপন প্রান ।
যাদের 3রক্তে রাঙ্গানো 3একুশ
তারা 3যে চির 3অম্লান,
ধন্য 3আমার মাতৃভাষা
ধন্য 3তাদের প্রান…

লাখো 3শহীদের প্রাণের 3বিনিময়ে
পেলাম 3এই ভাষা ….
চিরদিন 3তারা থাকবে 3স্মরণে
এই 3মোদের আশা।
২১শে 3ফেব্রুয়ারির এই দিনেতে
চলো 3প্রতিজ্ঞা করি…..
মার্তৃভাষাকে দিবো 3সম্মান
যতদিন 3বাঁচি আর মরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *