১০+ গ্রাফিক্স ডিজাইন শেখার সেরা ওয়েবসাইট ২০২৪

বর্তমান সময়ে গ্রাফিক্স ডিজাইন একটি অন্যতম জনপ্রিয় পেশা হিসেবে বেচে নিচ্ছেন অনেকেই। অনলাইনে ডিজাইনারের চাহিদা দিন দিন বেড়েইচলছে। চাকরি থেকেশুরু করে অনলাইনেভালোর মানের ডিজাইনাদের চাহিদাঅনেক। কারো ক্ষেত্রে হয়তো প্রতিষ্ঠানে গিয়ে সময়নষ্ট করে শিখার সময় খুব কম থাকতে পারে। তাই বেশীরভাগই চায়  ঘরে বসে অনলাইনে শেখার। তাই গ্রাফিক্স ডিজাইনাদের জন্য তুলে ধরলাম ঘরেবসে কোথায়থেকে ডিজাইন শিখবেন এমন কিছু সোর্স। চলুন জানি সেই রকম কয়েকটি প্রায় ১০+ গ্রাফিক্স ডিজাইন শেখার ওয়েবসাইট ২০২৪ এর নতুন আপডেট অনুযায়ী দেখে নিই।

গ্রাফিক্স ডিজাইন শেখার ওয়েবসাইট

ইন্টারনেটে গ্রাফিক্স ডিজাইন শেখারজন্য অনেক ওয়েবসাইটআছে। এছাড়া ইউটিউবেও গ্রাফিক্স ডিজাইনের উপর লক্ষাধিক ভিডিও রয়েছে যা দেখে আপনি ঘরেবসেই গ্রাফিক্স ডিজাইন শিখতেপারেন। তবে এখানে কিছু সাইটের কথা না বললেই নয় যেখান থেকে আপনি কাজ শেখায় এক ধাপ এগিয়ে যেতে পারে। তাহলে চলুন দেরি না করে আমরা পরিচিত হয়ে নেই ফ্রি গ্রাফিক ডিজাইন শেখার ওয়েবসাইটগুলির সাথে।

সাইটের তালিকা

গ্রাফিক্স ডিজাইনার টিপস: ধারাবাহিক ভাবে টিউটোরিয়াল, রিসোর্স ও অনলাইন প্রশিক্ষণেরজন্য এই সাইটি প্রচুর জনপ্রিয়। বলাযায় এটি গ্রাফিক্স ডিজাইন শেখার অন্যতম সেরা ওয়েবসাইট : http://graphicdesignertips.com/

ফটোশপ স্টার: এই সাইটি অনেক আগের । ১৭ বছর ধরে সফল ভাবে কাজকরছে এই সাইটি। ডিজাইনাদের জন্যগুরুত্ব পূর্ণ অনেক কিছুরয়েছে। ওয়েবসাইট: http://www.photoshopstar.com/

দ্য ফটোশপ রোড ম্যাপ: গ্রাফিক্স ডিজাইনের সেরা টিউটোরিয়ালগুলো পেতে এইসাইট অনন্য। ওয়েব: http://www.photoshoproadmap.com/

পিএসডি টুটস: পিএসডি টাট+ ফটোশপ ভিত্তিকসবচেয়ে জনপ্রিয় ও বৃহৎওয়েবসাইট। সম্পূর্ণ ওয়েবসাইটটি ফটোশপ কেন্দ্রিককরে তৈরী করা হয়েছে। ওয়েবসাটি: http://psdtuts.com/

লুন ডিজাইন: যারা ফটোশপে কাজ করেন। তাদের জন্য এই সাইটি। ওয়েব: http://kailoon.com/

ফুয়েল ব্রান্ড নেটওয়ার্ক: ফুয়েলব্রান্ড নেটওয়ার্কে ওয়েব ডিজাইনিং সম্পর্কিত বিভিন্নআপডেট, টুলস, বিভিন্ন খবরাখবর দেওয়া হয়। ওয়েব: http://www.fuelbrandnetwork.com/

ফটোশপ টিউটর: এটিও টিউটোরিয়াল ও রিসোর্সের জন্য আরেকটিজনপ্রিয় ওয়েবসাইট। ওয়েব: http://www.pstut.info/

কম্পিউটার আর্টস: ১৫ ডলারের এইম্যাগাজিনটির কিছুঅংশ সাইটটি থেকে বিনামূল্যে ডাউনলোড করা যায়। ওয়েব: http://www.computerarts.co.uk/tutorials

দ্য বেস্ট ডিজাইনস: বেস্ট ডিজাইনস এবং ওয়েবডিজাইনিং এর ওপর আরএকটি তথ্য সমৃদ্ধ ওয়েবসাইট। বাচাইকৃত তালিকায় আরও একটি জনপ্রিয় গ্রাফিক্স ডিজাইন শেখার ওয়েবসাইট এটি। সাইট: http://www.thebestdesigns.com/

ফোলিও ফোকাস: ফোলিওফোকাস পোর্টফোলিও ডিজাইনারদের জন্যএকটি অনুপ্রেরণামূলক ওয়েবসাইট। অসাধারণ পোর্টফোলিও সাইটগুলোর গ্যালারি হল এইওয়েবসাইটটি। ওয়েব: http://foliofocus.com/

ব্লগ ডিজাইন হিরোস: ব্লগ ডিজাইন হিরোস ও ফোলিও ফকাস এরা একই নেটওয়ার্কের আওতাভুক্ত। দুইটা সাইটই একই রকম ও অনুপ্রেরণামূলক। ওয়েব: http://blogdesignheroes.com/

আমাদের কথা

ইতিমধ্যে আপনি দেখে নিয়েছেন এই মুহুর্তে বাচাইকৃত সেরা তালিকায় ১০ টির ও অধিক গ্রাফিক্স ডিজাইন শেখার ওয়েবসাইট ২০২৪ আপডেটে। বর্তমান বিশ্বে প্রতিনিয়ত যেসব পেশার মানুষের চাহিদা বৃদ্ধি পাচ্ছে তার মধ্যে একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে নিজেকে তৈরী করা আমার সবচেয়ে বেশি পছন্দনীয়। কারণ অন্যান্য কাজের জন্য যে ধরনের দক্ষতার প্রয়োজন রয়েছে তা অর্জন করতে বহু সময়ের প্রয়োজন। কিন্তু গ্রাফিক্স ডিজাইন এমন একটি কাজ যাতে তুলনামূলক সহজভাবে এবং কম সময়ের মধ্যেই দক্ষতা অর্জন করা সম্ভব।

আপনার জন্য সাজেশন

এখানে সাইটগুলো ফলো করতে পারেন তবে তার পূর্বে ইউটিউব হতে পারে আপনার প্রাথমিক টিউটর। এখানে গ্রাফিক ডিজাইন সম্পর্কি অজস্র ভিডিও টিউটোরিয়াল ভরপুর হয়ে আছে। আপনি শুধুমাত্র কষ্ট করে একটু খুজে নিতে হবে। যেমন আপনি যদি অনুসন্ধান করেন ”গ্রাফিক্স ডিজাইন বাংলা টিউটোরিয়াল” এই কিওয়ার্ড দিয়ে তবে দেখবেন জনপ্রিয় সব ভিডিও গুলো আপনার সামনে হাজির। আশা করি বুঝতে পেরেছেন।

তাছাড়া গ্রাফিক্স ডিজাইনকে সহজথেকে সহজতর করে তোলারজন্য বিশ্বের সেরাগ্রাফিক্স সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডোবির রয়েছে সেরাকিছু সফটওয়্যার যা গ্রাফিক্স ডিজাইনকে আরোএক ধাপ সামনে নিয়েযায়। আমরা যে-সব ওয়েবসাইটের কথা বলেছি তার বাইরেও ইন্টারনেটে আরওঅনেক গ্রাফিক্স ডিজাইন শেখার ওয়েবসাইট রয়েছে।

ধন্যবাদ আমাদের ব্লগে সময় দেওয়ার জন্য । আশাকরি বর্তমানে আপনি গ্রাফিক্স ডিজাইন শেখার সেরা ওয়েবসাইট সম্পর্কে ধারণা রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *