আপনি যদি অনুসন্ধান করে থাকেন স্কাউট প্রতিজ্ঞা কি এবং কয়টি এই নিয়ে জানার জন্য তবে সঠিক জায়গায় আছেন।
কাব স্কাউট আইনঃ
- বড়দের কথা মেনে চলা (to obey the elders)
- নিজেদের খেয়ালে কিছু না করা (to do any thing whimsically)
- স্কাউট আত্মমর্যাদায় বিশ্বাসী (A scout’s honour to be trusted)
- স্কাউট সকলের বন্ধু (A scout is friend to all)
- স্কাউট বিনয়ী ও অনুগত (A scout is obedient and courteous)
- স্কাউট জীবের প্রতি সদয় ( A scout is kind to animals)
- স্কাউট সদা প্রফুল্ল (A scout is cheerful at all times)
- স্কাউট মিতব্যয়ী ( A scout is thrifty)
- স্কাউট চিন্তা, কথা ও কাজে নির্মল ( A scout is clean to thought, word and deed)
এক কথায়ঃ সেবার জন্য সদা প্রস্তুত থাকতে যথাসাধ্য চেষ্টা করা”
স্কাউট (স্কাউট, রোভার স্কাউট ও এডাল্ট লিডার) মটোঃ
- কাব স্কাউট মটোঃ যথাসাধ্য চেষ্টা করা(do your best)
- স্কাউট মটোঃ সদা প্রস্তুত(be prepared always)
- রোভার স্কাউট মটোঃ সেবা(Servise)
স্কাউট প্রতিজ্ঞাঃ
আমি আমার আত্মমর্যাদার উপ নির্ভর করে প্রতিজ্ঞা করছি যে, আল্লাহ ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে সর্বদা অপরকে সাহায্য করতে স্কাউট আইন মেনে চলতে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব
I promise that I will do my best to do my duty to God and My country to do good to other everyday to obey the cub scout law.