সমতল দর্পণে কোনাে লােকের প্রতিচ্ছবি এবং আলাের প্রতিফলন (এসাইনমেন্ট)

আপনি কি এসএসসি (SSC) পরীক্ষার পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমতল দর্পণে কোনাে লােকের প্রতিচ্ছবি এবং আলাের প্রতিফলন উত্তর সমাধান ২০২২ ১২ (বারো) তম সপ্তাহ ১০০% নির্ভুল অনুসন্ধান করে চলেছেন? তবে আপনি সঠিক জায়গায় এসেছেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে ইতমধ্যে আপনাদের পরীক্ষার্থীদের এস এস সি 2022 বারো সপ্তাহের এসাইনমেন্ট  প্রকাশ করেছে ।

পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ১২ সপ্তাহ এসএসসি ২০২২

চলুন প্রথমে এক নজরে নিম্নোক্ত চিত্রে দেখে নেওয়া যাক এসাইনমেন্টের সূচিতে কি রয়েছে।

[ads1]

পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ১২ সপ্তাহ এসএসসি ২০২২
পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ১২ সপ্তাহ এসএসসি ২০২২

উপরোক্ত চিত্রের মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন এসএসসি (SSC) পরীক্ষার পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট  ২০২২ ১২ (বারো) তম সপ্তাহ সম্পন্ন করার জন্য আপনাকে কি কি পন্থা অবলম্বন করতে হবে। চলুন এবার আমরা সরাসরি সমাধান দেখে নিই।

সমতল দর্পণে কোনাে লােকের প্রতিচ্ছবি এবং আলাের প্রতিফলন

ইতিমধ্যে আপনার কাঙ্খিত পদার্থবিজ্ঞান সমতল দর্পণে কোনাে লােকের প্রতিচ্ছবি এবং আলাের প্রতিফলন এসাইনমেন্টের উত্তর সমাধান ২০২২ ১২ (বারো) সপ্তাহ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অ্যাসাইনমেন্টের সমাধান এখান থেকে শুরু হচ্ছে……. 

[ads3]

এসাইনমেন্ট শিরোনামঃ সমতল দর্পণে কোনাে লােকের প্রতিচ্ছবি এবং আলাের প্রতিফলন

ক)উত্তর:  X  বিন্দুর প্রতিবিম্ব দেখার জন্য প্রয়োজনীয় রশ্মিচিত্র অঙ্কন কর।

ক)উত্তর:  X  বিন্দুর প্রতিবিম্ব দেখার জন্য প্রয়োজনীয় রশ্মিচিত্র অঙ্কন কর।

খ) উত্তর:  রশ্নি চিত্রে আপাতন কোণ দেখাও [মনে কর আপতন কোণ i] ।

উক্ত চিত্র -১ এ X এর প্রতিবিম্ব X ‘ দেখানো হয়েছে । যেখানে X হতে আপতিত রশ্মি XO দর্পণে O বিন্দুতে আপতিত হয়েছে । এখানে দর্পণের উপর অভিলম্ব ON . আপতিত রশ্মি OX অভিলম্ব ON এর সাথে উৎপন্ন কোণ <ZXON = i হলো আপতন কোণ ।

গ) উত্তর: রশ্নি চিত্রে প্রতিফলন কোণ দেখাও [মনে কর আপতন কোণ r] ।

উক্ত চিত্র – ১ এ X এর প্রতিবিম্ব X ‘ দেখানো হয়েছে । যেখানে X হতে আপতিত রশ্মি XO দর্পণে আপতিত হয়ে OR পথে প্রতিফলিত হয়েছে । এখানে দর্পণের উপর অভিলম্ব ON . প্রতিফলিত রশ্মি OR অভিলম্ব ON এর সাথে উৎপন্ন কোণ <ZNOR = r হলো প্রতিফলন কোণ ।

ঘ) উত্তর: আপতন কোণ ও প্রতিফলন কোণ পরিমাপ করে এদের মানদন্ড লিখ।

নিম্নে আপতন ও প্রতিফলন কোণ পরিমাপ করে এদের মান নির্ণয় করা হলো :

চিত্র – ১ হতে পাই ,
X বিন্দুর আপাতন কোণ <ZXON = i
এবং প্রতিফলন কোণ <ZNOR = r l
চাঁদা এর সাহায্যে পরিমাপকৃত :
আপাতন কোণের মান XON = 1 = 36 ° এবং
প্রতিফলন কোণের মান ZNOR = r = 36 °
যা প্রতিফলনের ২য় সূত্রকে মেনে চলে ।

ঙ. উত্তর: রশ্নি চিত্র অঙ্কন পূবক লোকটির প্রতিবিম্বের অবস্থান,আকার ও প্রকৃতি বিশ্লেষন কর।

নিম্নে রশ্মিচিত্র অঙ্কন পূর্বক লোকটির প্রতিবিম্বের অবস্থান , আকার ও প্রকৃতি বিশ্লেষণ করা হলো :
মনে করি , PQ সমতল দপর্ণের সামনে HX মানুষটি দাড়িয়ে আছে । যার H হলো মানুষটি মাথা এবং X হলো পা ।

ঙ. উত্তর: রশ্নি চিত্র অঙ্কন পূবক লোকটির প্রতিবিম্বের অবস্থান,আকার ও প্রকৃতি বিশ্লেষন কর।

লোকটির মাথা H হতে সমতল দর্পণে HM একটি রশ্মি M বিন্দুতে আপতিত হয়ে প্রতিফলনের সূত্রানুসারে MH পথে ফিরে আসে । অপর HO রশ্মি দর্পণে O বিন্দুতে আপতিত হয়ে OX পথে ফিরে আসে । এখন HM এবং XO রশ্মিকে পিছনে বর্ধিত করলে তা H’X ‘ ARFAT ACADEMY প্রতিবিম্বের সৃষ্টি করে । তাহলে HX এর কাল্পনিক প্রতিবিম্ব হলো H’X ‘ । যা সত্যিকার অর্থে মিলিত হয় নি ।

তাহলে , লোকটির
i . প্রতিবিম্বের অবস্থান : আয়না থেকে সমদূরত্বে ।
ii . প্রতিবিম্বের আকার : সমান দৈর্ঘ্যের ।
iii . প্রতিবিম্বের প্রকৃতি : অবাস্তব এবং সোজা ।

এসএসসি ১২ তম সপ্তাহের সকল এসাইনমেন্টের সমাধান পেতে এখানে চাপুন

[ads5]

এসএসসি (SSC) বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২ (১২তম সপ্তাহ -১০০% নির্ভুল)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *