লোডশেডিং নিয়ে কবিতা (সেরা ১০টি)

আপনি যদি ইতমধ্যে অনলাইনে এসে লোডশেডিং নিয়ে কবিতা (সেরা ১০টি) অনুসন্ধান করে থাকেন তবে এই আর্টিকেলে জানতে পারবেন। বলা যায় যে এই মুহুর্তে আমরা যেন এক চরম দুর্বিষয় সময় পার করে চলেছি। মাঝে মাঝে এমন ও মনে হতে পারে যেন আদিম যুগ ফিরে এলো। কেন না এই বিদ্যুৎ যাচ্ছে আবার আসছে। শুধু আমাদের দেশেই নয় বরং করোনা পরবর্তী অনেক দেশেই নেমে এসেছে এই দুর্বিষহ। যাই হোক এই সময়টি হয়তো আমরা এক সময় কাটিয়ে উঠতে পারবো।

লোডশেডিং নিয়ে কবিতা

কবিতা ০১

দু’চোখে ঘুম আসে না,
বিদ্যুৎ চলে যাওয়ার পর–
আগুনের মতো লাগে এ ঘর,
আকাশেও হয় না মেঘের বাসর।।।।

চারিদিকে লোকে বলে গরম! গরম! গরম!
জন্ম পোশাকে নমিতা, লাগে শরম!শরম! শরম!

কী জনসেবা,আসে না ঘুম এ পরিশ্রান্ত চোখে,
একবার এসে দেখে যাও, আছি কতো সুখে—–
বাতাসও আজ করেছে রাগ, বহে না আর,
দেশ এগিয়ে যাচ্ছে, বিদ্যুতের কি দরকার????

উপরোক্ত কবিতাটি https://banglarkobita.com/ এই সাইট থেকে সংগ্রহ করা করা হয়েছে।

কবিতা ০২

অন্ধকারে বন্ধ ঘরে রয়েছি আমি একা!
হঠাৎ যদি ভুতের সাথে ফের হয়ে যায় দেখা!
এই ভাবতেই বুকটা হঠাৎ ধপধপিয়ে ওঠে।
বেজায় ভয়ে কপাল দিয়ে এক ঘােরে ঘাম ছােটে!

ভাবতে ভাবতে কখন যেন
হঠাৎ কারেন্ট এল;
যাক বাবা! হৃদয় আমার।
প্রাণটা ফিরে পেল।

উপরোক্ত কবিতাটি https://www.yourquote.in/ এই সাইট থেকে সংগ্রহ করা হয়েছে।

প্রিয় পাঠক আপনি পড়ছেন লোডশেডিং নিয়ে কবিতা সম্পর্কিত এই আর্টিকেল। এখানে বেশ কিছু কবিতা আমরা ওয়েব রিসার্চ করে বের করেছি। আমরা শুধু শ্রেষ্ঠা করেছি সম্প্রতি পাওয়া কবিতাগুলোকে একত্রিকরণ করতে একই পোষ্টের মাধ্যমে।

কবিতা ০৩

সেদ্ধ ভাতের মত যাই না গলে
মোমের মত যাই সবসময় জ্বলে!
প্যারালাইজড সন্ধ্যায় ছেড়ে দৌড়ঝাঁপ,
লোডশেডিং এলেই; মনে পড়ে পাপ।

উপরোক্ত কবিতাটি https://www.odhikar.news/ এই সাইট থেকে সংগ্রহ করা হয়েছে।

কবিতা ০৪

মাঝে মাঝে লোডশেডিং হোক।
আকাশে জ্বলুক শুধু ঈশ্বরের সাতকোটি চোখ
বাকী সব আলকাতরা মাখুক।
আমরা নিমগ্ন হয়ে নিজস্ব চশমায় আর দেখি না কিছুই
সকলে যা দেখে তাই দেখি।
আকাশের রঙ তাই হয়ে গেছে চিরকালে নীল।
বাতাস কি শাড়ি পরে কারো জানা নেই।
মাঝে মাঝে লোডশেডিং হোক।
সাদা মোমবাতি জ্বেলে
তোমাকে সম্পূর্ণ করে দেখি।
নারীকে বাহান্ন তীর্থ বলেছে শুনেছি এক কবি।
আমি তার গর্ভগৃহ, সরু সিড়ি, সোনার আসন
চন্দনবটিতে থাকে কতটা চন্দন
দেখে গুনে গুনে মেপে দেখে

তবেই পাতাবো মৌরীফুল।

উপরোক্ত কবিতাটি https://banglarkobita.com/ এই সাইট থেকে সংগ্রহ করা হয়েছে।

কবিতা ০৫

শুরু হলো লোডশেডিং
এবার কারেন্ট যাবার পালা
আশের বাড়ীর খাল আসল
হাতে নিয়ে খাবার থালা।

তাহার ঘরে নাইকো মোম
ঘর তাই আজ অন্ধকার
খাওয়া শেষ হতে খালার
আলো বেশ দরকার।

রাগে দুঃখে খালা আজ
করছে বকা বকি।
খালার বকা শুনে আসলো
পাশের বাসার রকি।

রকি এসে বল্ল খালা
বকা দিয়ে খালা কি হয়?
লোডশেডিং হলো আমাদের সাথী
এটা জীবনের শেষ হবার নয়।

উপরোক্ত কবিতাটি https://24favor.com/ এই সাইট থেকে সংগ্রহ করা হয়েছে।

প্রিয় পাঠক আপনি যদি লোডশেডিং নিয়ে কবিতা সম্পর্কিত এই আর্টিকেল পুরোপুরি পড়ে শেষ করেন তবে কোন কবিতাটি আপনার ভালো লেগেছে তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন।

কবিতা ০৬

লোড মামা শেডিং মামা কেড়ে নাও কেনো সব আলো,
সকাল বিকাল সন্ধ্যা দুপুর আর লাগে না ভালো।
খোকা-বাবু-সোনা ডেকে দিয়েছ অনেক অনেক ধোঁকা,
দুইভাই এখন হেসে হেসে বলছ আমি বোকা।

আঁধার ঘরে থাকি একা পাই না দেখতে কার্টুন
মটু পাতলু আড়ি দিয়েছে হানি বানির অনেক ঘুম।
মটু পাতলু বন্ধু আমার আইডিয়া যতো যতো
বড় হয়ে লেখবো আমার আবিষ্কার শত শত।

বোকা খোকা ভাবছো আমায় আমি নইকো বোকা
আমার লেখাতে পালাবে তুমি আবিষ্কার থোকা থোকা।
চাঁদ মামা বলছে আমায়, ‘নে খোকা তোর জোছনা আলো গাড়ি, সে গাড়িতে আসবে চেপে যখন তখন বাড়ি।’

সূর্যি মামা বেশ খেপেছে, করছে হালুম হালুম
সকাল দুপুর বিকাল হয়ে তাড়াচ্ছে লোডশেডিং
বেমালুম-বেমালুম।

উপরোক্ত এই কবিতাটি https://www.bd-journal.com/ এই সাইট থেকে সংগ্রহ করা হয়েছে।

কবিতা ০৭

বিদ্যুৎ ভালোবাসি
লোডশেডিংকে আরো!
মুখে আমাদের বিদ্যুৎ আছে
ফেণা উঠছে তাতে
মুখই যেনো বিদ্যুৎকেন্দ্র
তাহলে, এতসব কেনো!

উপরোক্ত কবিতাটি  https://www.bangla-kobita.com/ থেকে সংগ্রহ করা হয়েছে।

কবিতা ০৮

এ কি এক অসম্ভব যন্ত্রণা,
বিদ্যুৎ কখন যায় আর আসে,
নাই তার ঠিক ঠিকানা।

প্রচন্ড গরমের জ্বালা সয়না,
লোডশেডিং এখন ব্যাধির মত
তাতে ঘুমও আসেনা।

ঘরে ঘরে এখন আছে বিদ্যুৎ,
প্রয়োজনের বেশি হয়েও উৎপাদন
শুনি মোরা মিডিয়া মারফৎ।

বিদ্যুৎ বিহীন মানুষের পরিণতি,
অসম্ভব ক্ষতির সম্মুখীন
কর্তৃপক্ষের নাই তার অনুভূতি।

বিধি মেনেই নেয় সংযোগ,
অঞ্চল ভিত্তিক অসম বন্টনে
তা ভোগে নাই সম সুযোগ।

সদা নাহি রয় তা সব এলাকায়,
নিত্যদিনেই লোডশেডিং
নিদারুণ কষ্টে সময় কাটায়।

ঝড় হাওয়ার বৃষ্টিপাত,
বিদ্যুতের লাইনে হলে ক্ষতি
বিনা ঘুষে নাহি মিলে মেরামত।

ঘরে ঘরে বিদ্যুতের কি লাভ,
মানুষ না পেলে সুযোগ

উপরোক্ত কবিতাটি https://techtunes.tech/ এই সাইট থেকে সংগ্রহ করা হয়েছে।

প্রিয় পাঠক ধন্যবাদ জানাই আমাদের ওয়েবসাইটে ভিজিট করে লোডশেডিং নিয়ে কবিতা সম্পর্কিত এই আর্টিকেলটি পড়ার জন্য।

আপনার নামের অর্থ জানতে এখনই ভিজিট করুন edujobpre.com এই সাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *