মোবাইল ব্যাংকিং বাংলাদেশ সম্পর্কিত এই পোষ্টে আপনাকে স্বাগতম। থাকছে বাংলাদেশের অর্থনৈতিক বাণিজ্যে মোবাইল ব্যাংক সমূহের সম্পর্কে প্রয়োজনীয় তথ্যাবলী এবং আরো থাকছে প্রমাণসহ বর্তমানে দেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সমূহ ২০২৩ এর নাম। আশা করি পুরো পোষ্টটি পড়বেন।
জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সমূহ
মোবাইল ব্যাংকিং বাংলাদেশ এর জনপ্রিয় তিন মোবাইল ব্যাংকিং বিকাশ, রকেট এবং নগদ এর তুলনা করার জন্য আমরা google trend প্রযুক্তি ব্যবহার করেছি যেখানে বর্তমানে নগদ এর জনপ্রিয়তা সর্বাধিক। দ্বিতীয় স্থানে আছে বিকাশ এবং তৃতীয় স্থানে রকেট।
মোবাইল ব্যাংকিং এর সুবিধা
- ২৪ ঘন্টা, ৩৬৫ দিন একাউন্টে লগইন করার সুবিধা। আপনি চাইলে যেকোনো মুহূর্তে একাউন্টে লগইন করতে পারবেন।
- একাউন্টের ব্যালেন্স জানতে পারা।
- এক একাউন্ট থেকে অন্য একাউন্টে টাকা পাঠানো যায়। তবে বাংলাদেশে এ সুবিধা শুধু একই ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ।
- নিজের একাধিক একাউন্টের মধ্যে টাকা পাঠানো যায়।
- ইউটিলিটি বিল। যেমন– বিদ্যুৎ, গ্যাস, ফোন, পানি ইত্যাদি পরিশোধ করা যায়।
- একাউন্টের আয়-ব্যয়, উত্তোলন ইত্যাদি সম্পর্কে জানতে পারা।
- চেক বই এর জন্য আবেদন ও চেক এর পেমেন্ট বাতিল করা যায়।
- সুদের হার, বৈদেশিক মুদ্রার বিনিময় হার ইত্যাদি জানা যায়।
- কখন কাকে কত টাকা পাঠিয়েছেন
- কত টাকা ব্যাংকের অ্যাকাউন্টে আছে।
- অন্য কেউ টাকা পাঠালেও দেখা যাবে।
- কাউকে টাকা পাঠাতে পারবেন।
- বিভিন্ন রকমের bill পেমেন্ট করতে পারবেন।
মোবাইল ব্যাংকিং সমূহ (সব একসাথে)
মোবাইল ব্যাংকিং বাংলাদেশ এ বর্তমান সময়ে যা রয়েছে: বিকাশ, নগদ, রকেট, ইউ ক্যাশ, মাই ক্যাশ, ওকে, টি ক্যাশ, এম ক্যাশ এবং শিউর ক্যাশ।
দেশের জনপ্রিয় 4টি মোবাইল ব্যাংকিং এর সংক্ষিপ্ত পরিচিতি :-
নগদ মোবাইল ব্যাংকিং এর পরিচিতি
নগদ একটি যুগান্তকারী ও নিরাপদ ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস যা আপনাকে ক্যাশ ইন, ক্যাশ আউট, টাকা পাঠানো, মোবাইল রিচার্জসহ বিবিধ দৈনিক লেনদেন সুবিধা দিয়ে থাকে। বাংলাদেশ ডাক বিভাগ পক্ষ থেকে পরিচালিত নগদ খুবই জনপ্রিয়তা লাভ করেছে।
নগদ সম্পর্কে বিস্তারির জানতে এখানে ক্লিক করুন।
আরো পড়ুন: পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার উপায়
বিকাশ মোবাইল ব্যাংকিং পরিচিতি
রকেট এর পরিচিতি
মোবাইল ব্যাংকিং রকেট এর পূর্ব নাম ছিল ’ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং’। ২০১১ সালে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং চালু হলেও, তা ২০১৬ সালে নাম পরিবর্তন করে ‘রকেট’ রাখা হয়। ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং ডিজিটাল সেবা নিয়ে আসে। রকেট মূলত মোবাইল নেটওয়ার্ক ভিত্তিক ব্যাংকিং সিস্টেম যেখানে গ্রাহক ব্যাংকিং এর ডিজিটাল সেবাসমূহ মোবাইলের মাধ্যমেও পেতে সক্ষম।
রকেট সম্পর্কিত আরও তথ্য জানতে এখানে ক্লিক করুন।
ইউ ক্যাশ এর পরিচিতি
‘ইউ ক্যাশ’ তার গ্রাহকের জন্য নিয়ে এসেছে ইউ ক্যাশ মোবাইল ব্যাংকিং। UCB ব্যাংকের মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান UCash। আপনি দেশের যেকোন মোবাইল নাম্বার থেকে *268# নাম্বারে ডায়াল করে খুব সহজেই ‘ইউ ক্যাশ’ একাউন্ট থেকে টাকা লেনদেন করতে পারেন। এখন ‘ইউ ক্যাশ’ একাউন্ট খুলতে মাত্র কয় একটি ধাপ সম্পূর্ন করে পিন সেট আপ করে চালু করা যাবে ‘ইউ ক্যাশ’ একাউন্ট।
ইউ ক্যাশ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন।
প্রযুক্তি বিষয়ক ব্লগ পোস্ট সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন