জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ (সংশোধিত ২০১০) pdf
ইসুজন ব্লগে আপনাকে স্বাগতম জানাই। যদি আপনি বিশেষ প্রয়োজনে অনুসন্ধান করে থাকেন জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ (সংশোধিত ২০১০) pdf ফাইল তবে সঠিক জায়গায় এসেছেন।
এই পোষ্টে আমরা আপনাদের পড়ার সুবিধে বিবেচনায় রেখে প্রথমত নিচে ইমেজ আকারে দেখাচ্ছি এবং শেষের দিকে পিডিএফ সেভ করার লিংক ও দিয়ে দিবো।
জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ (সংশোধিত ২০১০) pdf
এখান থেকে শুরু করা যাক। পরপর ৬টি চিত্র নিম্নে দেওয়া হলো।
বাংলাদেশের জাতীয় পতাকা সংক্রান্ত আরও সব পোষ্টে ভরপুর আমাদের সাইট। আপনার অনুসন্ধান অনুযায়ী আশাকরি আপনি জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ (সংশোধিত ২০১০) pdf পেয়ে গেছেন।
জাতীয় পতাকার অবমাননা করার অর্থ হচ্ছে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা। স্বাধীন বাংলাদেশকে অস্বীকার করা। আবেগের বসে জাতীয় পতাকা ব্যবহার করতে গিয়ে অনেক কষ্টে অর্জিত এ পতাকার প্রতি যদি অবমূল্যায়ন করাহয়, তাহলে মুক্তিযোদ্ধাদের আত্মা কষ্ট পাবে। অনেক কষ্ট ও ত্যাগের বিনিময়ে মুক্তিযোদ্ধারা দেশস্বাধীন করেছেন। তাই জাতীয় পতাকারপ্রতি যথাযথ সম্মান প্রদর্শনকরা আপনার, আমার ও সবার নৈতিক দায়িত্ব।