Home » Others » খতিয়ান কত প্রকার ও কি কি (সংজ্ঞা সহ জানুন)

খতিয়ান কত প্রকার ও কি কি (সংজ্ঞা সহ জানুন)

খতিয়ান কত প্রকার ও কি কি

প্রিয় ভিজিটর, আপনি যদি অনুসন্ধান করে থাকেন খতিয়ান কত প্রকার ও কি কি তবে সঠিক জায়গায় এসেছেন। ভূমি পরিমাপ সংক্রান্ত নানা তথ্য দিয়ে ভরপুর আমাদের ওয়েবসাইট।

খতিয়ান কত প্রকার

বাংলাদেশের প্রেক্ষাপটে ৪ ধরনের খতিয়ান রয়েছে। যথা-

  1. সি. এস খতিয়ান,
  2. এস. এ খতিয়ান,
  3. আর. এস খতিয়ান ও
  4. বি. এস খতিয়ান/ সিটি জরিপ।

সি. এস খতিয়ান (Cadastral Survey)

ব্রিটিশ শাসনামলে ১৯৪০ সালেসরকার জরিপের মাধ্যমেযে খতিয়ান প্রস্তত করে তাকে সি. এস খতিয়ান বলে। আমাদের দেশে জেলাভিত্তিক প্রথমযে নক্সা ও ভূমি রেকর্ড প্রস্তুত করাহয় তাকে সি. এস রেকর্ড বলা হয়।

এস. এ খতিয়ান (State Acquisition Survey)

১৯৫০ সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ২৭ হতে ৩১ ধারা অনুযায়ী ১৯৫৬-৬৩ সালে যে খতিয়ান প্রস্তুত করা হয় তাকে এস. এ খতিয়ান বলে। অর্থাৎ সরকার কর্তৃক ১৯৫০ সনে জমিদারি অধিগ্রহন ও প্রজাস্বত্ব আইন জারি করার পর যে খতিয়ান প্রস্তুত করা হয় তাকে এস. এ খতিয়ান বলা হয়।

আর. এস খতিয়ান (Revisional Survey)

সি. এস. জরিপ সম্পন্ন হওয়ার সুদীর্ঘ ৫০ বছর পর এই জরিপ পরিচালিত হয়। জমি, মলিক এবং দখলদারইত্যাদি হালনাগাদ করার নিমিত্তে এ জরিপ সম্পন্নকরা হয়। পূর্বেও ভুল ত্রুটি সংশোধনক্রমে আর. এসজরিপ এতই শুদ্ধ হয় যে এখনো জমিজমা সংক্রান্ত বিরোধেরক্ষেত্রে আর. এস জরিপের উপর নির্ভর করা হয়। এর খতিয়ান ও ম্যাপের উপরমানুষ এখনো অবিচল আস্থা পোষণ করেন।

বি. এস খতিয়ান/ সিটি জরিপ (City Survey)

১৯৯৮-৯৯ সাল হতে বর্তমানে চলমান জরিপকে বি. এস খতিয়ান বা সিটি জরিপ বলে। যা এখনো চলমান।

See also  আপনি আচরি ধর্ম শিখাও অপরে ভাবসম্প্রসারণ

ধন্যবাদ আপনাকে। আশাকরি আপনার প্রশ্ন খতিয়ান কত প্রকার ও কি কি উত্তর পেয়েছেন। জমির পরিমাপ সংক্রান্ত নানান তথ্য নিয়ে ভরপুর আমাদের সাইট। আপনার এ সংক্রান্ত আরও সব প্রশ্ন উত্তর এখানে খুজে পেতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top